ইস্টবেঙ্গলের ‘পল্টুদা’-র প্রয়াণ বার্ষিকীতে ‘কামব্যাক’-এর অঙ্গীকার লাল-হলুদ কর্তাদের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গতকাল অর্থাৎ বুধবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে অনুষ্ঠিত হল ইস্টবেঙ্গলের পল্টুদা অর্থাৎ দীপক দাসের ২২তম প্রয়াণ বার্ষিকী। সেই স্মরণ অনুষ্ঠান অর্থাৎ দীপক জ্যোতির মঞ্চে দাঁড়িয়ে লাল-হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার ঘুরে দাঁড়ানোর অঙ্গীকার করলেন। বললেন দু-বছরের মধ্যে আইএসএল জিতবে ইস্টবেঙ্গল। এদিন বিনিয়োগকারী সংস্থার প্রসঙ্গ টেনে ক্লাবকর্তা বলেন, বিনিয়োগকারীদের ইস্টবেঙ্গল ক্লাবের ঐতিহ্যের কথা জানাতে হবে। ভাল দল গড়তে যে পর্যাপ্ত অর্থ খরচ করতে হয়, তাও এদিন জানান তিনি।
আজ, বৃহস্পতিবার লগ্নিকারী সংস্থার সঙ্গে বোর্ড মিটিংয়ে বসছেন ক্লাব কর্তারা। তিনি সমর্থকদের ক্লাবের পাশে থাকার অনুরোধ করে বলেন, তারা ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামছেন। বুধবার সকালে লাল-হলুদ তাঁবুতে প্রয়াত কর্মকর্তা পল্টু দাসের প্রতিকৃতিতে মাল্যদান করেন প্রাক্তন খেলোয়াড়রা। বিকেলে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে শ্যাম থাপা, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলি, আলভিটো ডি’কুনহার মতো প্রাক্তন খেলোয়াড়দের পাশাপাশি, সমাজের বিশিষ্ট ব্যক্তিরা হাজির ছিলেন। বিখ্যাত সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় ও চিকিৎসক সুকুমার মুখোপাধ্যায়কে দীপক জ্যোতি জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হয়। সত্যম রায়চোধুরীকে দীপক জ্যোতি দিশারী সম্মান ভূষিত করা হয়েছে।