দেশ বিভাগে ফিরে যান

থ্রি এসি কোচের ভাড়া কমাতে বাধ্য হলো রেল বোর্ড, নতুন ভাড়া কার্যকর কবে থেকে?

March 23, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এসি ইকনমি থ্রি টিয়ার কোচের ঘোষণা করার সময়ই রেল বোর্ড জানিয়েছিল যে, এর ভাড়া অন্যান্য ট্রেনের থ্রি এসি কোচের তুলনায় অন্তত ছয় থেকে আট শতাংশ কম হবে। যাতে তুলনায় অর্থনৈতিকভাবে দুর্বল মানুষও বাতানুকূল কোচে ট্রেন সফর করতে পারেন। কিন্তু এক্ষেত্রে বেডরোল এবং লিনেন দিত না রেল। এ নিয়ে বিভিন্ন সময় অভিযোগ জানান সংশ্লিষ্ট রেল যাত্রীরা। তারই পরিপ্রেক্ষিতে গত ১১ নভেম্বর রেল বোর্ড এক বিজ্ঞপ্তি দিয়ে এসি ইকনমি কোচে বেডরোল এবং লিনেন সরবরাহের কথা জানায়। একইসঙ্গে ঘোষণা করা হয়, এর ভাড়াও অন্যান্য এসি থ্রি কোচের সমতুল হবে। অর্থাৎ, ইকনমি এসি থ্রি কোচের যাত্রী ভাড়া বৃদ্ধি করা হয়। এক্ষেত্রে মাথাপিছু ৬০ থেকে ৭০ টাকা বেশি দিতে হচ্ছিল যাত্রীদের। তা নিয়েই শুরু হয় তীব্র বিতর্ক।

বিতর্কের মুখে পড়ে ইকনমি থ্রি টিয়ার বাতানুকূল কোচের ভাড়া কমাতে বাধ্য হল রেল বোর্ড। মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। বুধবার থেকে তা কার্যকর হয়েছে। অর্থাৎ, যেসব যাত্রী ইতিমধ্যেই বর্ধিত ভাড়ায় এসি থ্রি ইকনমি কোচের টিকিট বুক করেছেন, মঙ্গলবারের বিজ্ঞপ্তির ফলে তাঁরা অতিরিক্ত মূল্য ফেরত পাবেন। একইসঙ্গে রেলমন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, ভাড়া কমলেও সংশ্লিষ্ট কোচগুলিতে লিনেন এবং বেডরোল সরবরাহ আর বন্ধ করা হচ্ছে না।

TwitterFacebookWhatsAppEmailShare

#Indian Railways, #fares, #3 AC coaches

আরো দেখুন