দেশ বিভাগে ফিরে যান

রেশনে দেশে বাংলার মডেল চালু হোক, মোদীকে চিঠি দিয়ে জানাল তাঁর ভাইয়ের সংগঠন

March 23, 2023 | < 1 min read

ছবি: ফাইল চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কেন্দ্রীয় সরকারের নীতির জেরে রেশন ডিলারদের অবস্থা এখন শোচনীয়। পরিবার-পরিজনের মুখে এখন দু’বেলা অন্ন জোগানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে এই কথা জানাল রেশন ডিলারদের সংগঠন ‘অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন’। এই সংগঠনের সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদভাই মোদী।

এই পরিস্থিতিতে সংগঠনের দাবি, ‘প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা’র আওতায় পুরনো নীতি মেনে রেশন ব্যবস্থা চালু করা হোক। পাশাপাশিই, বাংলায় ‘সকলের জন্য রেশনের’ যে ব্যবস্থা চালু আছে, তা সারা দেশে কার্যকর করারও দাবি জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে।

চিঠিতে সংগঠনের দাবি, রেশন কার্ড থাকা সত্ত্বেও বহু গ্রাহককে রেশন নিতে এসে সমস্যায় পড়তে হয়। সেই সময় তাঁরা যাতে ইপিওএস মেশিনে আধার নম্বর দিয়েও রেশন তুলতে পারেন, সেই ব্যবস্থা চালু করার দাবি জানানো হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Bengal Model, #All India Fair price Shop Dealers, #Prahlad Modi, #Narendra Modi, #Ration

আরো দেখুন