বিবিধ বিভাগে ফিরে যান

ডুডলের মাধ্যমে গুগল শ্রদ্ধা জানাল কিটি ও’নিলকে, জানেন কে তিনি?

March 24, 2023 | < 1 min read

কিটি ও’নিলকে গুগল ডুডলের শ্রদ্ধা, ছবি সৌজন্যে- hollywoodreporter/KY MICHAELSON

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজকের গুগল ডুডল নিশ্চয়ই সকলের চোখে পড়েছে। সেখানে গুগল শ্রদ্ধা জানিয়েছে কিংবদন্তী স্টান্ট পারফর্মার কিটি ও’নিলকে। আজ তাঁর ৭৭ তম জন্মদিন। সমস্ত প্রতিবন্ধকতাকে হারিয়ে তিনি পৌঁছে গিয়েছেন শিখরে। জয় করেছেন শারীরিক প্রতিকূলতাকে। ১৯৪৬ সালের ২৪ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে কিটি ও’নিলের জন্ম। ছোট থেকেই একাধিক রোগে ভুগতে শুরু করেন তিনি। জ্বরের পর থেকেই শ্রবণ ক্ষমতা হারান তিনি। সব কিছু জয় করে, তিনিই বিশ্বের দ্রুততম মহিলা এবং কিংবদন্তি স্টান্ট পারফর্মার।

ড্রাইভিং, ওয়াটার স্কিইং, মোটরসাইকেল রেসিংয়ে পারদর্শী কিটি ও’নিল স্টান্টে সিদ্ধহস্ত। উচ্চতা থেকে ঝাঁপ দেওয়া হোক বা হেলিকপ্টার থেকে লাফ দেওয়ার সব কিছুই তাঁর কাছে জলভাত। ওয়ান্ডার ওমেন, দ্য ব্লু ব্রাদার্সের মতো একাধিক জনপ্রিয় ছবিতে স্টান্ট পারফর্ম করেন কিটি ও’নিল। তাঁর জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে সাইলেন্ট ভিক্টরি: কিটি ও’নিল। ১৯৭৬ সালে অ্যালভার্ড মরুভূমিতে ৫১২.৭৬ মাইল প্রতি ঘন্টা গতিবেগ সম্পন্ন রকেট চালিত মোটিভেটর নামক গাড়ি চালান কিটি ও’নিল। তৈরি হয় ইতিহাস। এরপর থেকেই তাঁকে বিশ্বের দ্রুততম মহিলা আখ্যা দেওয়া হয়। আজ তাঁর জন্ম দিনেই শ্রদ্ধা জানাল সার্চ ইঞ্জিন গুগল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kitty O'Neil, #Stuntwoman, #Hollywood, #Google doodle

আরো দেখুন