#BREAKING মোদী পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের জের, খারিজ রাহুল গান্ধীর সাংসদ পদ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: খারিজ হল রাহুল গান্ধীর সাংসদ পদ। মোদী পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করার অপরাধে গতকাল (বৃহস্পতি বার) দু-বছরের কারাবাসের সাজা হয় রাহুল গান্ধীর, এবার তাঁর সাংসদ পদ খারিজ করলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। আজ লোকসভার সচিবালয়ের পক্ষ থেকে তা জানিয়ে দেওয়া হয়েছে।
মোদী পদবি নিয়ে আপত্তিকর মন্তব্য করায় দায়ে, গতকাল সুরাত জেলা আদালত রাহুল গান্ধীকে ২ বছরের কারাবাসের সাজা শুনিয়েছিল। সেই সাজার প্রেক্ষিতেই এবার ভারতীয় সংবিধানের ১০২(১)ই অনুচ্ছেদ ও ১৯৫১সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করা হল। উল্লেখ্য, সুরাত জেলা আদালতের বিচারপতি এইচএইচ বর্মা ১০ হাজার টাকার জামিনে রাহুলকে মুক্তি দিয়েছেন। পাশাপাশি রাহুলকে আগামী ৩০ দিনের মধ্যে উচ্চতর আদালতে আপিল করার অনুমতিও দিয়েছিলে বিচারপতি বর্মা। যদিও রাহুলকে দোষী সাব্যস্ত করার উপর কোনও স্থগিতাদেশ দেননি তিনি।
প্রসঙ্গত, জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী, জনপ্রতিনিধি (সাংসদ, বিধায়ক) কোনও অপরাধে দোষী সাব্যস্ত হলে এবং ওই অপরাধে সংশ্লিষ্ট জনপ্রতিনিধির দুই বা তার বেশি সময়ের জন্যে কারাদণ্ডের সাজা হলে তৎক্ষণাৎ তাঁর জনপ্রতিনিধিত্বের পদ চলে যাবে। ওই আইন অনুযায়ী, সাংসদ পদ খারিজ হওয়ার কারণে, রাহুল অন্তত আগামী ৬ বছর কোনরকম ভোটে লড়তে পারবেন না।