দেশ বিভাগে ফিরে যান

ইডি, সিবিআইয়ের ‘অপব্যবহার’ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বিরোধীরা

March 24, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইডি, সিবিআইয়ের ‘অপব্যহার’ নিয়ে শুক্রবার মামলা দায়ের হল সুপ্রিম কোর্টে। বিরোধী নেতাদের আচমকা গ্রেপ্তার নিয়ে দীর্ঘদিন ধরেই সরব তৃণমূল কংগ্রেস, ডিএমকে, আরজেডি, বিআরএস-সহ বিজেপি বিরোধী বেশ কয়েকটি রাজনৈতিক দল। এবার তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল।

প্রসঙ্গত, সম্প্রতি এই সব কটি দলের প্রতিনিধিদেরই ইডি বা সিবিআই জেরার মুখে পড়তে হয়েছে এবং তাদের হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট দল। বৃহস্পতিবারই ‘মোদী’ পদবি নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জেলের সাজা শোনানো হয়েছিল। পরে অবশ্য তাঁর জামিন হয়। জানা গিয়েছে, বিরোধীদের মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। ৫ এপ্রিল এই মামলার শুনানি।

TwitterFacebookWhatsAppEmailShare

#supreme court, #CBI, #opposition

আরো দেখুন