রাজ্য বিভাগে ফিরে যান

যক্ষ্মা দিবসে পুরস্কৃত হল বাংলা, সাফল্যের স্বীকৃতি হিসেবে পেল সোনা-রুপো-ব্রোঞ্জ

March 25, 2023 | < 1 min read

ফাইল ছবি। সৌজন্যে: The Wire

শুক্রবার ছিল বিশ্ব যক্ষ্মা দিবস। আর এ’দিনই যক্ষ্মা দূরীকরণের ‘নিক্ষয়’ অভিযানে সাফল্যের স্বীকৃতি হিসেবে সোনা, রুপো, ব্রোঞ্জ তিন ধরনের পদক জিতল পশ্চিমবঙ্গ।

এ’দিন বারাণসীতে বিশেষ অনুষ্ঠানে বঙ্গের সাত জেলার স্বাস্থ্য আধিকারিকদের পুরস্কৃত করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সূত্রের খবর, ২০১৫-র তুলনায় যক্ষ্মা নির্মূলকরণের কাজ কতটা এগিয়েছে, সেই মাপকাঠিতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক দেওয়া হয়েছে। তাতে হাওড়া, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলা পেয়েছে সোনা। ওই তিনটি জেলায় ২০১৫ সালের তুলনায় ৬০ শতাংশ রোগী সুস্থ হয়েছেন। রুপোর পদক পেয়েছে কোচবিহার। সেখানে সুস্থতার হার ৪০ শতাংশ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং উত্তর দিনাজপুরে সুস্থতার হার ২০ শতাংশ। তারা পেয়েছে ব্রোঞ্জ পদক। স্বাস্থ্য মন্ত্রকের এই পুরস্কার প্রদান ২০২১ সালে শুরু হলেও সে-বছর বঙ্গের ভাগ্যে কিছু জোটেনি। ২০২২-এ পূর্ব মেদিনীপুর ও নদীয়া জেলা যথাক্রমে স্বর্ণ ও ব্রোঞ্জ পদক পায়। এ বছর সাতটি জেলা পুরস্কার পেল।

এক স্বাস্থ্যকর্তা বলেন, “২০২৫ সালের মধ্যে যক্ষ্মামুক্ত বাংলা গড়ার লক্ষ্যে এই সাফল্য অন্য সব জেলাকেও অনুপ্রাণিত করবে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#World Tuberculosis Day, #TB Day, #World TB Day

আরো দেখুন