দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান

ফের ভিজবে দক্ষিণবঙ্গ, আজ থেকে শুরু ঝড়-বৃষ্টি?

March 26, 2023 | < 1 min read

চৈত্রর প্রথমেই বৃষ্টিতে ভিজেছিল বাংলা
ছবি সৌজন্যে: timesnownews

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চৈত্রর প্রথমেই বৃষ্টিতে ভিজেছিল বাংলা। আজ থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, মূলত দক্ষিণবঙ্গে। আজ রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গে। কোথা কোথাও বিক্ষিপ্তভাবে কালবৈশাখীও হতে পারে, এমনই পূর্বাভাস হাওয়া অফিসের। স্বমহিমায় ফিরতে চলেছে কালবৈশাখী। আজ থেকেই জেলায় জেলায় বৃষ্টি শুরু হয়ে যাবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণায় ঝড় বৃষ্টির পরিমাণ বেশি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টি হতে পারে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ও ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি, উত্তরের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কয়েকটি এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে পারে। বুধবারের পর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

TwitterFacebookWhatsAppEmailShare

#Rain, #Kalboishakhi

আরো দেখুন