দেশ বিভাগে ফিরে যান

মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ, দেশজুড়ে শুরু হচ্ছে Covid মোকাবিলার মহড়া

March 26, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০২০ সালের মার্চে ভারতে হানা দিয়েছিল করোনা। তারপর প্রায় তিন বছর অতিক্রান্ত। টিকাকরণের কারণ এখন করোনা স্তিমিতই ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে ফের মাথাচাড়া দিচ্ছে সংক্রমণ। আবারও করোনা যে ভয়ংকর হয়ে উঠতে পারে, সে ইঙ্গিত মিলছে। ইতিমধ্যেই দৈনিক সংক্রমণ দেড় হাজারের সীমা ছাড়িয়েছে। ফলে তৎপর হয়েছে স্বাস্থ্যমন্ত্রক। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে দেশের হাসপাতালগুলো আদৌ মোকাবিলা করতে পারবে তো? হাসপাতালগুলো কতটা প্রস্তুত তা দেখে নিতে চাইছে স্বাস্থ্য দপ্তর। তাই এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহে দেশজুড়ে কয়েক হাজার হাসপাতালে করোনা মোকাবিলার মহড়া চালানো হবে।

স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার  ৮৯০ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গত পাঁচ মাসে সর্বাধিক। একদিনে করোনা পাঁচ জনের প্রাণ কেড়েছে। ফলে উদ্বেগ বাড়তে আরম্ভ করেছে। জানা যাচ্ছে, ১০ এবং ১১ এপ্রিল এই মহড়া চালানো হবে। সরকারি হাসপাতালগুলোর সঙ্গে সঙ্গে বেসরকারি হাসপাতালগুলিতেও মহড়া চালানো হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ ও আইসিএমআর-এর ডিরেক্টর রাজীব বহেল যৌথভাবে বিবৃতি দিয়ে রাজ্যগুলিকে সতর্ক হওয়ার কথা জানিয়েছেন। নির্দেশিকায় মহড়ার কথা উল্লেখ করা হয়েছে। করোনা মোকাবিলায় প্রয়োজনীয় ওষুধপত্র, অক্সিজেন, হাসপাতালের শয্যা, আইসিইউয়ের মতো পরিকাঠামোগত বিষয়গুলিতে হাসপাতালের প্রস্তুতি দেখে নেওয়া হবে। করোনাসহ শ্বাসযন্ত্র সম্পর্কিত অন্যান্য রোগের চিকিৎসার ক্ষেত্রে হাসপাতালগুলির প্রস্তুতি কেমন, তাও যাচাই করা হবে। হাসপাতালগুলিকে এখন থেকেই প্রস্তুত হতে নির্দেশ দেওয়া হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Corona Virus, #CoronaAlert, #covid 19, #Corona Update, #India Fights Corona

আরো দেখুন