নীতু-সুইটির বিশ্ব জয়, মহিলাদের বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে জোড়া সোনা ভারতের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মহিলাদের বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপের এক ডজন স্বর্ণ পদক প্রাপ্তি ঘটল ভারতের। এর মধ্যে শনিবার এল জোড়া সোনা। শনিবার ৪৮ কেজি বিভাগে ভারতকে প্রথম সোনা এনে দেন নীতু ঘাঙ্ঘাস। ফাইনালে ২২ বছরের নীতুর প্রতিপক্ষ ছিলেন মঙ্গোলিয়ার বক্সার। পুরুষ এবং মহিলা মিলিয়ে ভারতের ষষ্ঠ বক্সার হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন নীতু। উল্লেখ্য, ২০২২ সালের কমনওয়েলথ গেমসে সোনা জিতেছিলেন তিনি।
শনিবার বক্সিংয়ে ভারতকে দ্বিতীয় সোনা এনে দেন সুইটি বোরা। লাইট হেভিওয়েটের ৮১ কেজি বিভাগে চিনের ওয়াং লিনাকে হারিয়ে সোনা জেতেন সুইটি। ভারতের সপ্তম বক্সার হিসাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন তিনি। প্রসঙ্গত, এর আগে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপেও সোনা জিতেছিলেন সুইটি। মেরি কম, সরিতা দেবী, জেনি লালরেমলিয়ানি, লেখা চেট্টাদি ও নিখাত জারিনদের মতো বিশ্বজয়ীদের তালিকায় ঢুকে পড়লেন নীতু ও সুইটি।