দুদিনের সফরে বাংলায় এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দুদিনের বঙ্গ সফরে কলকাতায় এলেন রাষ্ট্রপতি। আজ ২৭ মার্চ দমদম বিমানবন্দরে বেলা ১১টা ৫৫ নাগাদ রাষ্ট্রপতিকে নিয়ে বায়ুসেনার বিশেষ বিমান অবতরণ করেছে। দেশের সাংবিধানিক প্রধান হওয়ার পর এই প্রথম বাংলায় এলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আজ ও আগামীকাল অর্থাৎ সোমবার ও মঙ্গলবার, কলকাতা, বেলুড় মঠ ও শান্তিনিকেতনে বিভিন্ন কর্মসূচি রয়েছে তাঁর। আজ রাজ্য সরকার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেবে। রাজ্যপাল সি ভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, রাজ্য বিধানসভার স্পিকার প্রমুখরা সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
আজ রাষ্ট্রপতি নেতাজি ভবন যাবেন, মিনিট কুড়ি সেখানে থাকার পর তাঁর কর্মসূচিতে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাওয়ার কথা রয়েছে। কবিগুরুর জন্ম ও প্রয়াণকক্ষ ঘুরে দেখবেন তিনি। তারপর রাজভবনে ফিরে মধ্যাহ্নভোজন শেষে, আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর কর্মসূচিতে। বিকেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাষ্ট্রপতির জন্য নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সেখানে এক ঘণ্টার অনুষ্ঠানশেষে রাজভবনে ফিরে সূচি অনুযায়ী সাক্ষাৎপ্রার্থীদের সঙ্গে দেখা করবেন রাষ্ট্রপতি। রাতে তাঁর সম্মানে রাজ্যপাল ভোজসভার আয়োজন করেছেন, সেখানে অংশ নেবেন তিনি।
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সকালে রাষ্ট্রপতির বেলুড় মঠ যাবেন। তারপর সায়েন্স সিটি অডিটোরিয়ামে ইউকো ব্যাঙ্কের ৮০ বছর পূর্তি অনুষ্ঠান অংশ নেবেন রাষ্ট্রপতি।রাষ্ট্রপতির পরবর্তী কর্মসূচি রয়েছে শান্তিনিকেতনে। সেনার হেলিকপ্টারে দুপুর সাড়ে ১২টা নাগাদ সেখানে পৌঁছবেন তিনি। বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানের সূচনা করবেন তিনি। বিশ্বভারতীর ছাত্রছাত্রীরা নাটক মঞ্চস্থ করবেন তাঁর সামনে। বিকেল ৪টে নাগাদ সেনার হেলিকপ্টারে তিনি কলকাতা বিমানবন্দরে ফিরবেন। তারপর বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লি ফিরে যাবেন তিনি। তাঁর সফর ঘিরে কলকাতা ও রাজ্য পুলিশ জোরদার নিরাপত্তার আয়োজন করেছে। বিভিন্ন জায়গায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। তাঁর নিরাপত্তায় কলকাতার বিভিন্ন স্থানে তিন হাজার পুলিশকর্মী এবং অফিসার মোতায়েন রয়েছে বলে জানা গিয়েছে।