রাহুল ইস্যুতে কংগ্রেসের পাশে তৃণমূল, খাড়গে বৈঠকে দুই জোড়াফুল সাংসদ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদী পদবি নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে কারাদণ্ডের সাজার পাশাপাশি রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করেছেন অধ্যক্ষ ওম বিড়লা। যা নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। এই ঘটনায় মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে দেশের বিরোধী দলগুলো। সরব হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে আক্রমণ শানিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
রাহুল ইস্যুতে নানা প্রতিবাদ কর্মসূচি নিয়েছে হাত শিবির। এবার নয়া দিল্লিতে কংগ্রেসের পাশে দাঁড়াল তৃণমূল। আজ সোমবার, মল্লিকার্জুন খাড়গের ডাকা বিরোধী বৈঠকে হাজির ছিলেন তৃণমূল সাংসদরা। বৈঠকে উপস্থিত থাকতে তৃণমূলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তৃণমূলের দুই সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় ও জহর সরকার সেই বৈঠকে ছিলেন।
কালো পোশাক, ব্যাজ পরে সংসদ চত্বরে বিক্ষোভ দেখানোর কথা রয়েছে কংগ্রেসের। মুখে কালো কাপড় বেঁধে সংসদ চত্বরে কংগ্রেসের সঙ্গে সমস্ত বিরোধী সাংসদরা বিক্ষোভ দেখাবেন। তাতে তৃণমূলও অংশ নেনে বলে খবর। রাহুল ইস্যুতে মোদী সরকারের উপর চাপ বাড়াতে মরিয়া কংগ্রেস। সেই সুবাদে কাছাকাছি এল হাত ও জোড়াফুল শিবির, তবে কি রাহুল ইস্যুতে আরও একবার বিরোধী ঐক্যে শান পড়ল?