খোদ নিজের দলের সাংসদকেই উপেক্ষা রাহুল গান্ধীর? সমাজমধ্যমে হইচই
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সময়টা ভাল যাচ্ছে না রাহুল গান্ধীর। কারাবাসের সাজা, সাংসদ পদ খারিজের পর এবার নিজের দলের সাংসদকেই উপেক্ষা করার অভিযোগ উঠল রাহুল গান্ধীর বিরুদ্ধে। গতকাল অর্থাৎ বুধবার দলীয় মিটিং উপলক্ষ্যে সংসদে কংগ্রেসের দলীয় কার্যালয়ে গিয়েছিলেন রাহুল। সেখানে কংগ্রেস সাংসদ কার্তি চিদাম্বরমকে চিনতেই পারলেন না রাহুল? এমনই অভিযোগ উঠছে। ঘটনার ভিডিও সমাজমাধ্যমে রীতিমতো ভাইরাল। ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, রাহুল সংসদে প্রবেশ করছেন। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত কংগ্রেস সাংসদরা। সেখানেই কার্তিকে উপেক্ষা করেন রাহুল। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, চোখাচোখি পর্যন্ত হয়নি তাঁদের। সামান্য সৌজন্য বিনিময় দূরস্থ, রাহুলের শরীরিভাষা এমন ছিল যেন তিনি কার্তিকে চেনেনই না। গোটা ঘটনাটি ঘটেছে সংসদভবনের প্রবেশদ্বারের সিঁড়িতে। প্রসঙ্গত, রাহুলের ঔদ্ধত্য নিয়ে এর আগেও একাধিক বিতর্কের সৃষ্টি হয়েছিল। উল্লেখ্য, কার্তি চিদাম্বরম প্রবীণ কংগ্রেস সাংসদ পি চিদাম্বরমের পুত্র। কার্তি জানিয়েছেন, রাহুলের এই ঘটনায় তিনি আঘাত পেয়েছেন। সমাজমাধ্যমও রাহুলের এহেন আচরণে সরব হয়েছে।