কলকাতায় পয়লা এপ্রিল থেকেই বাড়ছে পার্কিং ফি?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামীকাল মাস পয়লা। শুরু হচ্ছে নয়া অর্থবর্ষ। মনে করা হচ্ছে, আগামীকাল অর্থাৎ শনিবার থেকেই কলকাতায় পার্কিং ফি বাড়ছে। এখন থেকে মোটরবাইকের জন্য ঘণ্টা পিছু ৫ টাকার বদলে ১০ টাকা দিতে হবে। চার চাকা গাড়ির ক্ষেত্রে ঘণ্টা প্রতি ১০ টাকা থেকে বেড়ে পার্কিং ফি হচ্ছে ২০ টাকা। বাস এবং লরির ক্ষেত্রে পার্কিং ফি ২০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৪০ শুরু হচ্ছে।
যদিও পুরসভা তরফে খবর মিলেছে, প্রথম দুই ঘণ্টায় পার্কিং ফি অপরিবর্তিত থাকবে। মোটরবাইক ৩ ঘণ্টা থাকলে ৪০ টাকা দিতে হবে, ৪ ঘণ্টা ও ৫ ঘণ্টার জন্য যথাক্রমে ৬০ টাকা এবং ৮০ টাকা দিতে হবে। পাঁচ ঘণ্টা পেরোলেই ঘণ্টা প্রতি ৫০ টাকা গুনতে হবে। চারচাকা গাড়ির ক্ষেত্রে তিন ঘন্টার পর থেকে ধাপে ধাপে ফি হবে ৮০, ১২০, ১৬০ এবং পাঁচ ঘণ্টা পেরোলেই ঘণ্টা প্রতি ১০০ টাকা করে পার্কিং ফি দিতে হবে। চার ঘণ্টা বাস বা লরি রাখার ক্ষেত্রে ২৪০ টাকা করে নেওয়া হবে। পাঁচ ঘণ্টার ফি দিতে হবে ৩২০ টাকা। পাঁচ ঘণ্টার পর থেকে ঘণ্টা প্রতি ২০০ টাকা করে ফি বাবদ দিতে হবে।