স্ট্যালিনের বৈঠকে তৃণমূলসহ সব বিরোধী দল, ২৪শের সলতে পাকানো শুরু?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মোদী সরকারের বঞ্চনার বিরুদ্ধে টানা ত্রিশ ঘন্টা ধর্না দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। গত বুধবার সেই মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি বিরোধী দলগুলিকে এক জোট হওয়ার কথা বলেছেন। রাহুল ইস্যুতে কংগ্রেসের পাশে দাঁড়িয়েছে তৃণমূল। আর এবার বাংলার মুখ্যমন্ত্রীর ঘোষণার একদিনের মধ্যেই বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে বৈঠকের ডাক দিলেন স্ট্যালিন। গত বছর চেন্নাই সফরে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী, সব দলকে নিয়ে কনক্লেভের আয়োজন করার পরামর্শ দিয়েছিলেন ডিএমকে নেতাকে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এমকে স্ট্যালিন বিজেপি বিরোধী দলগুলিকে নিয়ে আগামী ৩ এপ্রিল চেন্নাইয়ে বৈঠকের ডাক দিয়েছেন। উল্লেখ্য, এর আগে ২০২২ সালের শেষ দিকে বিজেপি বিরোধী দলগুলিকে এবং অবিজেপি মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছিলেন তিনি। এবার বৈঠকে আমন্ত্রণ জানালেন।
খবর পাওয়া গিয়েছে, তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন, আপ নেতা সঞ্জয় সিং, সিপিআইএম ও সিপিআইয়ের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং ডি রাজা বৈঠকে যোগ দেবেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বৈঠকে থাকতে পারেন বলে শোনা যাচ্ছে। বিজেপির সঙ্গে সুসম্পর্ক রেখে চলার অভিযোগ ওঠে বিজেডি এবং ওয়াইএসআর কংগ্রেসের বিরুদ্ধে, কিন্তু স্ট্যালিনের ডাকা বৈঠকে তারাও থাকছেন বলে খবর। জানা গিয়েছে, ১৬টি দল বৈঠকে হাজির থাকার কথা জানিয়েছে। কয়েকজন নেতা ভার্চুয়াল মাধ্যমেও উপস্থিত হবেন। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, তাই মনে করা হচ্ছে অবিজেপি দলগুলির মধ্যে জোট গড়তেই হয়ত এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।