পুজো স্পেশাল বিভাগে ফিরে যান

চৈত্র মাসে গুদ্রি কালীর পুজোয় মানুষ পূজিত হন ভগবান জ্ঞানে

April 1, 2023 | 2 min read

চৈত্র মাসে বাংলাজুড়ে নানা বিধ উৎসব ও পুজো চলে। ছবি সৌজন্যেঃ অমৃতবাজার

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চৈত্র মাসে বাংলাজুড়ে নানা বিধ উৎসব ও পুজো চলে। এই সময় বালুরঘাট শহরের খিদিরপুরের নোয়াপাড়ায় মহাধুমধাম করে গুদ্রি কালী পুজো হয়। শতাব্দী প্রাচীন এই পুজোর বিশেষ এক বৈশিষ্ট্য রয়েছে। গুদ্রি কালীর পুজোয় মানুষকে ভগবান জ্ঞানে পুজো করা হয়। বিশ্বাস করা হয়, মানুষের মধ্যেই বিরাজ করছেন ভগবান। সেই বিশ্বাসকে উপজীব্য করেই শতাব্দী প্রাচীন এই কালী পুজো হয়ে আসছে। পুজোকে ঘিরে বিরাট মেলা বসে। যা গুদ্রি কালীর মেলা নামেই খ্যাত।

প্রতি বছর চৈত্র মাসের দ্বিতীয় সপ্তাহে এই কালীর পুজো করা হয়। চৈত্রের দ্বিতীয় মঙ্গলবার উপোস করে স্নান সেরে মায়ের পুজোর ঘট বসিয়ে মাকে আহ্বান করে পুজো আরম্ভ করা হয়। চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার পুজো ঘিরে এক দিনের মেলা বসে। এখানে দেবী মুর্তিকে পুজো করার বদলে, রক্ত মাংসের মানুষকে ভগবান জ্ঞানে পুজো করা হয়।গুদ্রি কালীর পুজো ও মেলাকে ঘিরে বিপুল ভক্ত সমাগম হয়। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Worship, #gudri kali pujo, #Chaitra, #balurghat, #Human being

আরো দেখুন