← রাজ্য বিভাগে ফিরে যান
আজ রাজ্যে কোথায় বৃষ্টি? কী বলছে আবহাওয়া দপ্তর?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তরের মতে আজ রাজ্যের তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াস। আজ ভোরের দিকে দক্ষিণ কলকাতায় ভারী বৃষ্টি হয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হবে। পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে শিলা বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।
উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের।
কোথাও কোথাও ৩০-৪০ কিমি বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার, অর্থাৎ ২ এপ্রিল থেকে আবহাওয়া বদলের ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরের।