IPL-এর কোন কোন রেকর্ডগুলো আজও অক্ষত?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গতকাল অর্থাৎ ৩১ মার্চ থেকে শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। দেড় দশকেরও বেশি সময় ধরে চলে আসছে আইপিএল। শত শত ম্যাচ খেলা হয়েছে এই প্রতিযোগিতায়। তৈরি হয়েছে অজস্র রেকর্ড। আজও বেশ কিছু রেকর্ড অক্ষত থেকে গিয়েছে।
এক নজরে দেখে নিন IPL-এর বেশ কিছু রেকর্ড যা আজও কেউ ভাঙেনি:
২০১৫ সালে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ক্রিস গেইলের ৬৬ বলে অপরাজিত ১৭৫ রানের ইনিংস আজও অক্ষত এক রেকর্ড। গেইলের এই রেকর্ড আজও আইপিএলে কেউ ভাঙতে পারেননি। ওই ইনিংসে ১৭টি ছক্কা হাঁকিয়েছিলেন গেইল।
এক ম্যাচে মাইক হাসির ক্যাচ পরপর ৩ বার ফসকে ছিলেন কায়রন পোলার্ড। এটিও একটি নজির।
২০০৯ সালে রোহিত শর্মা ডেকান চার্জার্সের জার্সিতে বল হাতে হ্যাটট্রিক করেছিলেন।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মাত্র ৫ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছিলে অনিল কুম্বলে।
আইপিএলে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ড রয়েছে স্পিনার অমিত মিশ্রর ঝুলিতে।