খেলা বিভাগে ফিরে যান

প্রয়াত ভারতীয় ক্রিকেটের ‘প্রিন্স’ সেলিম দুরানি

April 2, 2023 | 2 min read

প্রয়াত কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার সেলিম দুরানি। ছবি সৌজন্যে: BCCI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রয়াত কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার সেলিম দুরানি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। ৮৮ বছর বয়সে জামনগরে নিজের বাড়িতেই রবিবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করলেন এই প্রাক্তন অলরাউন্ডার। ভারতের একাধিক ঐতিহাসিক জয়ের নায়কের প্রয়াণে ভারতীয় ক্রিকেটের একটি যুগের অবসান হল।

১৯৬০-৬১ মরসুমে ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ় জয়ের নায়ক ছিলেন দুরানি। প্রথম ক্রিকেটার হিসাবে পেয়েছিলেন অর্জুন পুরস্কার। নিখুঁত বোলিং অলরাউন্ডার হিসেবে বছরের পর বছর দাপটে ভারতীয় দলে খেলে যাওয়া দুরানিকে বলা হত ‘প্রিন্স’। তাঁর ক্রিকেট কীর্তির সাক্ষী ইডেন গার্ডেনসও।

দুরানিই একমাত্র ভারতীয় ক্রিকেটার, যাঁর জন্ম আফগানিস্তানে। ১৯৬০ থেকে ১৯৭৩- দীর্ঘ ১৩ বছর ধরে ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। ১৯৬১-৬২ সালে কলকাতা ও চেন্নাইয়ে (তখন মাদ্রাজ) ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের বিখ্যাত জয়ের কারিগর ছিলেন তিনি। নিয়েছিলেন যথাক্রমে ৮ ও ১০ উইকেট। ব্যাট হাতেও ইডেনে করেছিলেন প্রয়োজনীয় ৪৩ রান।

টেস্ট দলে একবার তাঁকে বাদ দেওয়ায় স্লোগান উঠেছিল, ‘নো দুরানি, নো টেস্ট’। ইংল্যান্ডের বিরুদ্ধে পরের টেস্টেই তাঁকে দলে ফেরাতে বাধ্য হয়েছিলেন তৎকালীন জাতীয় নির্বাচকরা। এতটাই ছিল তাঁর জনপ্রিয়তা। ক্রিকেটপ্রেমীদের দাবি মেনে ছ’সাত বার ছয় মেরেছিলেন দুরানি। যা তাঁকে বিখ্যাত করেছিল ক্রিকেট দুনিয়ায়। সে কথা বহু বার নিজের মুখে বলেছেন দুরানি।

ভারতের হয়ে ২৯টি টেস্টে তিনি করেছিলেন ১২০২ রান। উইকেট নিয়েছিলেন ৭৪টি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭০টি ম্যাচ খেলেছিলেন দুরানি। ৮৫৪৫ রান রয়েছে তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে। উইকেট সংখ্যা ৪৮৪।

কপিলে দেবের আগমনের আগে পর্যন্ত সময়ে দুরানিই যে শ্রেষ্ঠ অলরাউন্ডার ছিলেন, এবিষয়ে অনেকেই একমত। বলা হত, তিনি ‘ডিমান্ড’ বুঝে ছক্কা মারেন। পুরনো ক্রিকেট রসিকদের স্মরণে রয়েছে ইডেনে ঘটা তেমনই এক ঘটনা। ইংল্যান্ডের কিংবদন্তি স্পিনার জেরেক আন্ডারউডকে সপাটে ছক্কা মেরে গ্যালারিতে ফেলেছিলেন দুরানি। বল পড়েছিল ঠিক সেখানে, যেখান থেকে চিৎকার উঠছিল ”উই ওয়ান্ট সিক্সার।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Salim Durani, #RIP, #Cricketer

আরো দেখুন