যুগান্তকারী আবিষ্কার কলকাতার বুকে, উচ্চ তাপমাত্রাতেও ঠিক থাকবে ইনসুলিন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: যুগান্তকারী আবিষ্কারের সাক্ষী থাকল কলকাতা, উচ্চ তাপমাত্রাতেও ঠিক থাকবে ইনসুলিনের কার্টিজ। সাধারণত ইনসুলিনের কার্টিজগুলোকে ৪ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয়। ফলে ডায়বেটিসের ইঞ্জেকশন রাখা নিয়ে নানা সমস্যা হয়। এবার দীর্ঘদিনের সমস্যার সমাধান করল কলকাতা। এবার থেকে ৬৮ ডিগ্রি সেলসিয়াসেও ঠিক থাকবে ইনসুলিন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি (আইআইসিবি) ও বোস ইনস্টিটিউটের যৌথ গবেষণায় উঠে এসেছে সমাধান।
আইআইসিবির কর্তা অরুণ বন্দ্যোপাধ্যায়ের কথায়, তাদের আবিষ্কার করা পেপটাইট ইনসুলিনের মধ্যে মেশালে, তা ৬৮ ডিগ্রিতেও ঠিক থাকবে। একই সঙ্গে তারা জানাচ্ছে, নিয়মিত ইঞ্জেকশন নেওয়ার ফলে চামড়ায় ক্ষত হয়, কিন্তু নয়া ওষুধ ব্যবহার করলে তা আর হবে না। কোনও ভারতীয় বায়োটেক সংস্থাকে এই আবিষ্কারের স্বত্ব তুলে দেওয়া হবে। জানা গিয়েছে, এই ইনসুলিনের দাম খুব বেশি হবে না। হয়ত সামান্য হেরফের হতে পারে না।