রাজ্য বিভাগে ফিরে যান

বঙ্গ BJP-র কোন্দলে নয়া সংযোজন, দীনদয়াল মার্গে বিতণ্ডায় জড়ালেন লকেট-দেবশ্রী

April 5, 2023 | 2 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বঙ্গ বিজেপি আর কোন্দল, যেন ক্রমেই সমার্থক হয়ে উঠেছে। এ রাজ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল রীতিমতো জাঁকিয়ে বসেছে, জেলা থেকে রাজ্য, ব্লক থেকে শাখা সংগঠন; সর্বত্রই কাজিয়া। যা নিয়ে বিরক্তি দিল্লির নেতারাও। তাদের সামনেও বঙ্গের নেতারা ঝামেলা করতে পিছপা হন না। এবার দিল্লিতেও পৌঁছে গেল বাংলার দুই গেরুয়া সংসদের বিতণ্ডা।

গতকাল অর্থাৎ সোমবার, নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল। জাতীয় সংবাদমাধ্যমের সামনে সেখানেই কথা কাটাকাটিতে জড়ালেন দেবশ্রী চৌধুরী এবং লকেট চট্টোপাধ্যায়। কে সাংবাদিক সম্মেলনে বলার সুযোগ পাননি, আর কে বেশি বলে ফেলেছেন; এই নিয়ে চলল মৌখিক লড়াই। সাংবাদিকরাও তা প্রত্যক্ষ করলেন। দুই মহিলা সাংসদের প্রকাশ্যে এভাবে বিতণ্ডায় জড়ানোয় মুখ পুড়েছে বিজেপির। দু-জনের মধ্যে উত্তেজিত কথোপকথন চলেছে। কেন সব কথা লকেট বলে দিলেন, প্রশ্ন তোলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী। তিনি লকেটের উদ্দেশ্যে বলেন, তাঁর সঙ্গে এরকম নোংরা রাজনীতি যেন লকেট না করেন।

যে সাংবাদিক সম্মেলন তাঁর করার কথা, সেখানে কেন লকেট এত কথা বললেন, এই প্রশ্নেই হুগলির সাংসদের উপর চড়াও হন দেবশ্রী।

অতীতেও এ জিনিস একাধিকবার দেখা গিয়েছে। বঙ্গ বিজেপির অন্দরে কান পাতলে শোনা যায়, প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ এবং বর্তমান সভাপতি সুকান্ত মজুমদারের মধ্যে বেজায় কোন্দল রয়েছে। দুজনে একই সময় রাজ্য দপ্তরে থাকেন না। শুভেন্দুর সঙ্গেও এদের কোন্দলের কথা শোনা যায়, শুভেন্দু সরাসরি রাজ্যের নেতাদের ডিঙিয়ে দিল্লির নেতাদের সঙ্গে কথা বলেন। এতে না খুশ সুকান্ত শিবির। স্পষ্টত রাজ্য বিজেপিতে তিনটে পাওয়ার সেন্টার, এক শুভেন্দু, দুই সুকান্ত এবং তিন দিলীপ; দলের কর্মীদের এমনটাই মত। এছাড়াও আদি-নব্য রয়েছে, শঙ্কুদেবদের তান্ডবে দলে ব্যাকফুটে সায়ন্তন, রাজু, রাহুল সিনহারা। অনুপম হাজরার পদ প্রাপ্তির পর বেজায় ক্ষেপেছিলেন রাহুল সিনহা, দুজনকেই দলের কর্মসূচিতে খুব একটা সক্রিয় দেখায় না। সৌমিত্র খাঁ মাঝে মধ্যেই বিদ্রোহ করে বসেন, শান্তনু ঠাকুরও না খুশ। অন্যদিকে, ‘রাজ্য বিজেপির বিবেক’ তথাগত রায় আছেন। কৈলাশ বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, শিবপ্রকাশ, দিলীপ ঘোষদের তিনি লাগাতার বিদ্ধ করে যাচ্ছেন। কামিনী-কাঞ্চন তত্ত্বের অভিযোগ করেছেন বারবার। সব মিলিয়ে ছবিটা বেশ অস্বস্তিকর, আর সেই অস্বস্তি আরও বাড়ল দেবশ্রী ও লকেটের ঝামেলায়, এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। কারণ বাংলায় দুই মহিলা সাংসদ রাজ্যের কোন্দলকে দিল্লিতে জাতীয় সংবাদমাধ্যমের সামনে নিয়ে এলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Debashree Choudhury, #Locket vs Debashree, #bjp, #Locket Chatterjee, #west bengal BJP

আরো দেখুন