পেটপুজো বিভাগে ফিরে যান

রমজানের সন্ধ্যায় কলকাতার কোথায় খাবেন আফগান চিকেন?

April 6, 2023 | < 1 min read

কলকাতার কোথায় খাবেন আফগান চিকেন? ছবি সৌজন্যেঃ satyaki

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইফতারের খাবারের তালিকায় থাক আফগান চিকেন। আদপে এটি এক বিশেষ ধরণের তন্দুরী। মাংসকে ভাল করে গ্রিল করে, ফ্রেশ ক্রিম, মাখন দিয়ে মেখে, বলা ভাল স্নান করিয়ে, উপরে চাট মশলা ছড়িয়ে খাওয়া হয়। সেরা আফগান চিকেন খেতে হলে যেতে হবে দিল্লি সিক্সে। দিল্লি সিক্সের আফগান চিকেনের সঙ্গে শিরমল খেতে পারেন। শিরমল হল শাহী পরোটা। ফলে এই দুয়ের যুগলবন্দীর স্বাদ নিয়ে হানা দিন দিল্লি সিক্সে।

ঠিকানা: ১৬, জাকারিয়া স্ট্রিট, কলুটোলা, কলকাতা ৭৩

গুগল ম্যাপ লিঙ্ক:

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Ramzan, #food lovers, #Zakaria Street, #delhi 6, #afghan chicken, #tasty food

আরো দেখুন