রাজ্য বিভাগে ফিরে যান

বাল্যবিবাহ ঠেকাবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, UNICEF-এর সঙ্গে যৌথ উদ্যোগ রাজ্যের

April 6, 2023 | < 1 min read

UNICEF-এর সঙ্গে যৌথ উদ্যোগ রাজ্যের ছবি: নিজস্ব চিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাল্যবিবাহ সমাজের এক ব্যাধি। আজও সমাজে এই কু-প্রথা বেশ ভাল মাত্রায় বিদ্যমান। পরিসংখ্যান বলছে, এখনও রাজ্যে বাল্যবিবাহের হার প্রায় ৪১ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদসহ বেশ কয়েকটি জেলায় বাল্যবিবাহের প্রবণতা সর্বাধিক। এবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বাল্যবিবাহ রোধ করার দায়িত্ব দেওয়া হল। রাজ্যের পঞ্চায়েত দপ্তরের ডব্লুবিএসআরএলএম-এর সঙ্গে ইউনিসেফের যৌথ উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে। প্রায় ৪০ হাজার মহিলাকে এই কাজে সামিল করা হবে। তাঁদের নিজের নিজের এলাকায় নজরদারির দায়িত্ব দেওয়া হবে। আপাতত পরীক্ষামূলকভাবে কয়েকটি বাছাই করা এলাকায় এই কাজ শুরু হতে চলেছে বলে জানা গিয়েছে। ফলাফলের উপর ভিত্তি করে পরবর্তীকালে কাজের পরিসর বাড়ানো হবে। সঙ্ঘগুলিকে তালিকা তৈরি করতে বলা হয়েছে। এলাকায় ১০ থেকে ১৮ বছর বয়সি কতজন মেয়ে রয়েছে, তাদের নাম তালিকাভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। কতজন মেয়ে স্কুলে যাচ্ছে, কতজন অবিবাহিত ইত্যাদি তথ্যও সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রতি মাসে এ নিয়ে বৈঠক করে পর্যালোচনা করা হবে।

বাল্যবিবাহ ঠেকানোর কাজে ১১০টি গ্রাম পঞ্চায়েতের সঙ্ঘ সমবায় সমিতির অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ব্যবহার করা হবে। মূলত একেকটি সঙ্ঘের অধীনে ২৫০টি করে গোষ্ঠী থাকে। কীভাবে তাঁরা কাজ করবেন, সে বিষয়ে ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পরিবার থেকেই তাঁরা এই অভিযান শুরু করবেন, এমনটাই প্রশাসনের ভাবনা। মহিলারা প্রথমে তাঁদের নিজের পরিবার, আত্মীয়স্বজনদের মধ্যে খোঁজখবর নেবেন। প্রতিবেশীদের মধ্যে বা পাড়ায় আশপাশের বাড়িতে নাবালিকার বিয়ে দেওয়া হচ্ছে কিনা, সেদিকেও লক্ষ্য রাখবেন তাঁরা। মনে করা হচ্ছে, এতে বাল্যবিবাহের প্রবণতা কিছুটা হলেও কমবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Women, #unicef, #Child Marriage, #self help groups, #West Bengal

আরো দেখুন