এখন বিশ্বে ১ নম্বর প্রভাবশালী ব্যক্তি শাহরুখ!
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার প্রায় চার বছর বছর ক্রিকেটের নন্দনকাননে আবার খেলতে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স, চলতি মরসুমে কলকাতার প্রথম হোম ম্যাচে। উপস্থিত ছিলের দলের কর্তা স্বয়ং শাহরুখ খান। বক্স অফিসে তাঁর সাম্প্রতিক ছবি ‘পাঠান’ একের পর এক নজির গড়েছে। বক্স অফিসে ছবির ব্যবসার পরিমাণ ছাড়িয়েছে এক হাজার কোটি টাকারও বেশি। বৃহস্পতিবারেরর ইডেনে শুধুই ভক্তদের উদ্দেশে হাত নেড়ে ক্ষান্ত থাকলেন না শাহরুখ। স্টেডিয়ামে তখন লাউড স্পিকারে বাজতে শুরু করল ‘ঝুমে জো পাঠান’ গান। শাহরুখের ভিআইপি বক্সের সামনে তখন দর্শকের উন্মাদনা তুঙ্গে। খেলা ভুলে তাঁরা গানের তালে পাও মেলালেন।
ঘরের মাঠে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৮১ রানে হারালেন নাইটরা। খুশি শাহরুখ এবং তাঁর ভক্তরা। কিন্তু আরেকটিও খুশির খবর ছিল এদিন। বিশ্ব বিখ্যাত টাইম ম্যাগাজিনের বার্ষিক প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় ১ নম্বরে জায়গা পেলেন শাহরুখ খান। ২০২৩ সালের টাইম-১০০ রিডার পোল-এ সবাইকে টেক্কা দিয়ে বিশ্বের তামাম প্রভাবশালী ব্যক্তিদের দৌড়ে প্রথম স্থান অর্জন করেছেন বলিউডের বাদশা। এমনিতে এই বছর বিরাট সাফল্য পেয়েছে কিং খানের ছবি পাঠান। মোট ১২ লক্ষ মানুষ টাইম পত্রিকার এই ভোটাভুটিতে অংশ নিয়েছিলেন। তার মধ্যে ৪% মানুষের সমর্থন পেয়ে জয়ী হয়েছেন শাহরুখ। ৩% ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন ইরান সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী মহিলারা।
গত কয়েকটা বছর ঘরে-বাইরে শাহরুক বেশ চাপে ছিলেন। তাঁর ভক্তরাও চিন্তায় ছিলেন। কিন্তু ২০২৩-এ একের পর এক ধামাকা ফাটাচ্ছেন বাদশা। তাই বলতেই হয়- ‘অব পাঠান কে বনবাস কা টাইম খতম হুয়া’!