← রাজ্য বিভাগে ফিরে যান
রাজ্যজুড়ে আরও বাড়বে তাপমাত্রা, একাধিক জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ শুক্রবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ক্রমশ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। ১০ই এপ্রিল থেকে ১৪ই এপ্রিল গোটা রাজ্যে তাপমাত্রা বেশি থাকবে বলে পূর্বাভাস মিলেছে। তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে এই দিনগুলিতে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা জানিয়েছে হাওয়া অফিস। ১০ই এপ্রিল থেকে ১৪ই এপ্রিলের মধ্যে উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।