বাংলাজুড়ে চালু হচ্ছে অ্যাডভান্স লাইফ সাপোর্ট সম্বলিত অ্যাম্বুলেন্স পরিষেবা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলাজুড়ে চালু হচ্ছে অ্যাডভান্স লাইফ সাপোর্ট সম্বলিত হাইটেক অ্যাম্বুলেন্স পরিষেবা। সম্পূর্ণ বিনা খরচে মিলবে অ্যাম্বুলেন্সগুলির পরিষেবা। মোট ত্রিশটি এমন অ্যাম্বুলেন্স চালু হচ্ছে। কলকাতা, নদীয়া ও উত্তর ২৪ পরগনা, তিন জেলায় ২টি করে এবং অন্য জেলাগুলিতে ১টি করে এএলএস অ্যাম্বুলেন্স থাকবে। প্রধানত দুর্ঘটনাগ্রস্ত ও গুরুতর অসুস্থদের হাসপাতাল ও ট্রমা সেন্টারে পৌঁছে দেবে অ্যাম্বুলেন্সগুলি। প্রতিটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর এগুলি পরিচালনার দায়িত্বে থাকবে। কলকাতায় স্বাস্থ্য পরিবহণ শাখা এই পরিষেবা পরিচালনা করবে। ১০ এপ্রিল, অর্থাৎ আগামী সোমবার বিকেল ৪টে নাগাদ পরিষেবার উদ্বোধন হবে।
অ্যাম্বুলেন্সগুলিকে ভ্রাম্যমাণ মিনি হাসপাতাল বলা যেতে পারে। এর মধ্যে ট্রান্সপোর্ট ভেন্টিলেটর, অক্সিজেন সাপোর্ট সিস্টেম, পোর্টেবল সাকশন মেশিন, মনিটর, ডিফিব্রিলেটর, সিরিঞ্জ পাম্প ও স্পাইন বোর্ডস থাকবে। বাংলার সাত সাংসদ সুখেন্দুশেখর রায়, ডাঃ শান্তনু সেন, দোলা সেন, আবিররঞ্জন বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী, জহর সরকার এবং নাদিমুল হক নিজেদের সাংসদ তহবিল থেকে এই প্রকল্পে টাকা দিয়েছেন। সবমিলিয়ে অ্যাম্বুলেন্সগুলির জন্য খরচ পড়েছে ১০ কোটি টাকা। শহরতলি ও গ্রামাঞ্চল থেকে কলকাতায় বা জেলা সদরে রোগী নিয়ে আসতে অ্যাম্বুলেন্স ভাড়া দিতেই প্রচুর টাকা খরচ হয়। এই ব্যবস্থা চালু হলে সে সমস্যা কিছুটা হলেও মিটতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।