কলকাতা বিভাগে ফিরে যান

ইতিহাস তৈরির পথে কলকাতা, আজই শুরু গঙ্গার তলা দিয়ে মেট্রোর মহড়া?

April 9, 2023 | 2 min read

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ৪.৮ কিমি অংশটির ট্রায়াল রান শুরু হতে যাচ্ছে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ ইতিহাস সৃষ্টির পথে কলকাতা। দেশের মধ্যে কলকাতাই প্রথম মেট্রো পেয়েছিল, এবার মহানগরের মুকুটে জুড়তে চলেছে আরও এক পালক। গোটা দেশের মধ্যে এই প্রথম কোনও শহরে নদীর তলা দিয়ে মেট্রো রেক নিয়ে যাওয়া হবে। আজ সকাল নটা নাগাদ সল্টলেক সেক্টর ফাইভ থেকে দুটি রেক গঙ্গার তলা দিয়ে হাওড়া ময়দানে নিয়ে যাওয়া হবে। যদিও শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পশ্চিমমুখী টানেলে সমস্যা এখনও বিদ্যমান। কিন্তু এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত পূর্বমুখী টানেল সম্পূর্ন হয়ে গিয়েছে।

এখন রবিবার করে ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রী পরিষেবা বন্ধ থাকে। সেই কারণে আজ মেট্রোর দু’টি রেককে সেক্টর ফাইভ থেকে প্রথমে শিয়ালদহে নিয়ে আসা হবে। তারপর বিশেষ যন্ত্রের মাধ্যমে সেগুলোকে  শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত নিয়ে যাওয়া হবে। কারণ ওই অংশে এখনও বিদ্যুৎ সংযোগের কাজ হয়নি। এসপ্ল্যানেডে থেকে আবার বিদ্যুৎ সংযোগ রয়েছে। মহাকরণ হয়ে গঙ্গার নীচ দিয়ে হাওড়া মদয়ানে পৌঁছে যাবে দুটি রেক। মনে করা হচ্ছে, দুপুর ১টার মধ্যেই রেক দুটি হাওড়া ময়দানে পৌঁছবে। আগামী সপ্তাহ থেকে এই দুটি রেককে মহড়ায় নামানো হবে বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, সবগুলো স্টেশনের কাজ প্রায় সম্পূর্ণ। মেট্রো কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব হাওড়া ময়দান – এসপ্ল্যানেড অংশটি খুলে দিতে চাইছে। খবর মিলছে, আগামী তিন-চার মাসে যাত্রী সুরক্ষাসহ যাবতীয় সব দিক খতিয়ে দেখা হবে। তারপরই যাত্রী পরিবহণের জন্যে খুলে দেওয়া হবে।

জানা গিয়েছে, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ৪.৮ কিমি অংশটির ট্রায়াল রান শুরু হতে যাচ্ছে।

এই অংশে ৪টি স্টেশন থাকছে-
হাওড়া ময়দান
হাওড়া ( এটিই ভারতের গভীরতম মেট্রো স্টেশন হতে চলেছে)

এরপর মেট্রো পথটি গঙ্গার তলায় প্রবেশ করবে। তারপর:
মহাকরণ ( অফিস পাড়া বা বিবাদী বাগ)
এসপ্ল্যানেড (উত্তর দক্ষিণ মেট্রোর এসপ্ল্যানেড মেট্রোর সাথে সংযুক্ত হবে)

TwitterFacebookWhatsAppEmailShare

#kolkata metro

আরো দেখুন