গরমে ছুটিতে সামার প্রজেক্ট, স্কুল পড়ুয়াদের জন্য অভিনব উদ্যোগ রাজ্যের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চার দেওয়ালে আটকে নয়, ব্যবহারিক শিক্ষার মাধ্যমে পঠনপাঠনকে পড়ুয়াদের মনোগ্রাহী করতে তোড়জোড় শুরু করেছে রাজ্য। এবারের গরমের ছুটিতে স্কুল পড়ুয়াদের সামার প্রজেক্ট করতে হবে, সমস্ত স্কুলে এই মর্মে সম্প্রতি একটি নির্দেশিকা পাঠানো হয়েছে। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের এই প্রকল্পে অংশ নিতে হবে। সেই প্রজেক্টে কী কী থাকছে, স্কুলগুলিতে সেই তালিকাও পাঠানো হয়েছে। সামার প্রজেক্টের মধ্যে বিভিন্ন মডেল তৈরি থেকে শুরু করে স্থানীয় কোনও এলাকায় শিক্ষামূলক ভ্রমণকেও রাখা দুপুর। শিক্ষামূলক ভ্রমণ শেষ রিপোর্ট তৈরি করবে পড়ুয়ারা।
এই বিষয়ে ইতিমধ্যেই ডিআইদের নিয়ে একটি ভিডিও কনফারেন্স হয়েছে। এই কাজে নির্দিষ্ট শিক্ষকদের নিযুক্ত করতে বলা হয়েছে। এক একজন শিক্ষককে একেকটি ক্লাসের সামার প্রজেক্টের দায়িত্ব দেওয়া হবে। উল্লেখ্য, ২৪ মে থেকে গ্রীষ্মাবকাশ শুরু হওয়ার কথা রয়েছে।