ফের চড়ছে পারদ, রাজ্যজুড়ে তাপপ্রবাহের আশঙ্কা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের ফিরছে পুরনো গ্রাফ। বাংলা জুড়ে চড়ছে তাপমাত্রার পারদ। প্রচণ্ড গরমে গায়ে জ্বালা ধরাবে প্রখর রোদ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিন শুষ্ক গরম থাকবে।
আজ থেকে রাজ্যে ফের বাড়বে গরম। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ও সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবারের পর রাজ্য়ের বেশ কিছু জেলায় তাপমাত্রা থাকতে পারে স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা উঁচুতে থাকতে পারে পারদ। কলকাতার পারদ ছুঁতে পারে ৪০ ডিগ্রি। ১০-১৫ এপ্রিল মালদা, দক্ষিণ দিনাজপুরে হতে পারে তাপপ্রবাহ। আগামী ৫ দিন বৃষ্টির সম্ভাবনা নেই।
হাওয়া অফিস জানিয়েছে, এদিন দক্ষিণ ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়ার্স। এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়ার্স। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, কোচবিহার জেলায় সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।