বিনোদন বিভাগে ফিরে যান

সামনে এল ধোনির প্রযোজনা সংস্থার প্রথম তামিল ছবি LGM-র ফার্স্ট লুক পোস্টার

April 11, 2023 | < 1 min read

সামনে এল ধোনির প্রযোজনা সংস্থার প্রথম তামিল ছবির ফার্স্ট লুক পোস্টার ছবি: নিজস্ব

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত বছর অক্টোবর মাসে প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি এবং তাঁর স্ত্রী সাক্ষী ধোনি জানান তাঁরা একটি প্রযোজনা সংস্থা খুলছেন যার নাম – Dhoni Entertainment Pvt Ltd. ২০২৩ সালের জানুয়ারি মাসে এই প্রযোজনা সংস্থা তাদের প্রথম তামিল সিনেমার ঘোষণা করে।

গতকাল মহেন্দ্র সিং ধোনি নিজে LGM (Let’s Get Married) এর ফার্স্ট লুক পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এই ছবির মুখ্য ভূমিকায় আছেন হরিশ কল্যাণ ও ‘লাভ টুডে’ খ্যাত ইভানা। এছাড়াও যোগী বাবু, নাদিয়ার মতো দক্ষিণী তারকারাও থাকছেন এই সিনেমায়। এলজিএম সিনেমার প্রযোজক সাক্ষী সিং ধোনি এবং গল্প লিখেছেন ও পরিচালনা করেছেন রমেশ থামিলমানি।

মহেন্দ্র সিং ধোনি ফেসবুক পোস্টে লিখেছেন – “#LGM-(Let’s Get Married) এর ফার্স্ট লুক পোস্টার উন্মোচন করতে পেরে খুশি। পরিবারের সঙ্গে দেখার মতো একটি সিনেমা যা আপনার মুখে হাসি ফোটাবে! সকল ধোনি এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড টিমের জন্য রইল শুভকামনা।”

LGM তামিল সিনেমা হলেও কন্নড়, হিন্দি, তেলেগু সহ একাধিক ভাষায় ডাব করার পরিকল্পনা ধোনির নতুন প্রযোজনা সংস্থার।

TwitterFacebookWhatsAppEmailShare

#MS Dhoni, #sakshi dhoni, #LGM, #Let's Get Married, #Tamil movie, #Dhoni Entertainment Pvt Ltd

আরো দেখুন