খেলা বিভাগে ফিরে যান

এখনও সাফল্য মেলেনি দিল্লির হয়ে, দেখে নিন IPL-এ সৌরভের সব রেকর্ড

April 12, 2023 | < 1 min read

KKR-র অধিনায়ক ঘোষিত হয়েছিলেন সৌরভ, ছবি সৌজন্যে-টুইটার/KKR

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সৌরভ গাঙ্গুলি, যাকে বলা হয় প্রিন্স অফ কলকাতা, তিনি ছিলেন ভারতীয় ক্রিকেট রেনেসাঁর প্রাণপুরুষ। যে সময়ে টিম ইন্ডিয়া ফিক্সিং কেলেঙ্কারিতে জর্জরিত, সেই সময় তিনি গোটা দলের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে দলকে শক্তিশালী করে তুলেছিলেন। আইপিএলের ১ম এবং ৩য় সিজনে কেকেআর-এর নেতৃত্ব দিয়েছিলেন তিনি। আইপিএলের ইতিহাসে প্রথম বলে ব্যাট ঠেকিয়েছিলেন সৌরভ। ৫তম সংস্করণে, তিনি পুনে ওয়ারিয়র্স-এর অধিনায়কও ছিলেন। ক্রিকেটে অলরাউন্ডার সৌরভ গাঙ্গুলীর রেকর্ড আজও ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে আছে।

দেখে নিন আইপিএলে কী কী রেকর্ড রয়েছে এই বাঁ হাতি ব্যাটারের

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (KKR) হয়ে সৌরভ

২০০৮-২০১০

ব্যাটিং সারাংশ

  • নট আউট: ২
  • সর্বোচ্চ স্কোর: ৯১
  • অর্ধ-শতরান: ৭
  • শতরান: ০
  • চার: ১০৪
  • ছয়: ৩৬
  • স্কোরিং রেট: ১১০.৫০

বোলিং সারাংশ

  • বল: ২১৬
  • মেডেন: ০
  • রান দিয়েছেন: ২৬৮
  • উইকেট: ৮
  • গড়: ৩৩.৫০
  • সেরা: ২/২১
  • স্ট্রাইক রেট: ২৭.০০

আইপিএলে পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার (PWI) হয়ে সৌরভ

২০১১-২০১২

ব্যাটিং সারাংশ

  • নট আউট: ১
  • সর্বোচ্চ স্কোর: ৪৫
  • অর্ধ-শতরান: ০
  • শতরান: ০
  • চার: ৩৩
  • ছয়: ৬
  • স্কোরিং রেট: ৯৬.৩৬

বোলিং সারাংশ

  • বল: ৬০
  • মেডেন: ০
  • রান দিয়েছেন: ৯৫
  • উইকেট: ২
  • গড়: ৪৭.৫০
  • সেরা: ২/২৭
  • স্ট্রাইক রেট: ৩০.০০

২০০৮ সালে ভারতীয় ক্রিকেটে সংযোজন হয় আইপিএল। শাহরুখ খান অধিকৃত KKR-র অধিনায়ক ঘোষিত হয়েছিলেন সৌরভ। পরের বছর আইপিএল চলাকালীনই মাঝপথে অধিনায়ক পদ থেকে সৌরভ গাঙ্গুলীকে সরিয়ে দেয় নাইট কর্তৃপক্ষ। এরপর পুনে ওয়ারিওয়র্স টিমের হয়েও আইপিএল খেলেন তিনি। ২০১২ সালের অক্টোবরে আইপিএল থেকে অবসর নেন সৌরভ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cricket, #Sourav Ganguly, #IPL

আরো দেখুন