বাইক নিয়ে জঙ্গলে ছুটবেন বনকর্মীরা, বন ও বন্যপ্রাণ সুরক্ষায় রাজ্যের নয়া উদ্যোগ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার বাইক নিয়ে বনের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াবেন বনকর্মীরা, বন সুরক্ষায় অভিনব উদ্যোগ নিতে চলেছে রাজ্য। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে প্রায়শই বন্যপ্রাণ লোকালয়ে চলে আসে। এই ঘটনা রুখতেই এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।
বক্সার ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চল সংলগ্ন এলাকাগুলোতে নিত্যদিন হাতি, চিতাবাঘ হানা দেয়। খাবারের খোঁজে হাতিরদল প্রায়ই লোকালয়ে চলে আসে। বাড়ি ও দোকান ভাঙচুর করে। কিন্তু পর্যাপ্ত যানবাহন না থাকায়, বনকর্মীদের ঘটনাস্থলে পৌঁছতে বিলম্ব হয়ে যায়। ফলে আতঙ্কে দিন কাটে এলাকাবাসীর। তাই বন্য প্রাণীর হানার সময়, যত দ্রুত সম্ভব ঘটনাস্থলে পৌঁছতে প্রাণপণ চেষ্টা করেন বন কর্মীরা। কিন্তু দুর্গম এলাকা বা ঘন জঙ্গল থাকায় ঘটনাস্থলে পৌঁছতে সময় লাগে বনকর্মীদের। তাই বন কর্মীরা যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে পারেন, সেই লক্ষ্যে বক্সা ব্যাঘ্র প্রকল্প সংলগ্ন বিভিন্ন এলাকায় বাইক পরিষেবা চালু করছে বন দপ্তর। তাছাড়াও জঙ্গলে চোরা শিকার, কাঠ চুরিসহ একাধিক দুষ্কৃতীমূলক কাজ রুখতেও কার্যকর হবে বাইকগুলো, এমনটাই মনে করছে বন দপ্তর।
জানা গিয়েছে, ইতিমধ্যে বন দপ্তরের ক্যাম্পা নামক ফান্ড থেকে ৩০ টি বাইক কেনা হয়েছে। বাইকগুলির রেজিস্ট্রেশনের জন্যও আবেদন করা হয়ে গিয়েছে। রেজিস্ট্রেশন নম্বর পেলেই, বক্সা ব্যাঘ্র প্রকল্পের ইস্ট ও ওয়েস্ট ডিভিশনের বিট অফিসারদের বাইকগুলো দেওয়া হবে। দুই ডিভিশনে ১৫ টি করে বাইক দেওয়া হবে। বন ও বন্য প্রাণ সুরক্ষায় সাহায্য করবে বাইকগুলো।