বাস, মিনিবাসে নিতে হবে সরকারি অনুমোদিত ভাড়া, নির্দেশ কলকাতা হাইকোর্টের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাস ভাড়া নিয়ে নিত্যযাত্রীদের অভিযোগের অন্ত নেই। সরকার নির্ধারিত ভাড়ার থেকে বেশি ভাড়া নেওয়া, বাসে ভাড়ার চার্ট টাঙানো, অভিযোগ জানানোর কোনও যথার্থ ব্যবস্থা না থাকা নিয়ে, ক্রমেই যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। এই নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী প্রত্যুষ পাটোয়ারি। মামলাকারী আইনজীবীর দাবি, রাজ্য মোটর ভেহিকেলস আইনের ৬৭ নম্বর ধারা অগ্রাহ্য করে যাত্রীদের থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ সাফ জানিয়েছে, কোনওভাবেই সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নেওয়া যাবে না। নির্দেশ দেওয়া হয়েছে, আগামী চার সপ্তাহের মধ্যেই প্রতিটি বেসরকারি বাস ও মিনিবাসে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা রাখতে হবে। ভাড়া সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য প্রতিটি বাসের ভিতরে ও বাইরে এলাকাভিত্তিক টোল ফ্রি ফোন নম্বর লিখে রাখতে হবে। এসএমএসের মাধ্যমে অভিযোগ নিশ্চিত করতে হবে।
বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, বেসরকারি বাস ও মিনিবাসগুলি রাজ্য সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নিতে পারবে না। যাত্রীদের থেকে বেশি ভাড়া নেওয়া হলে সংশ্লিষ্ট বাস বা মিনিবাসের বিরুদ্ধে রাজ্য পরিবহণ দপ্তরকে কড়া ব্যবস্থা নিতে হবে। ২০১৮ সালের পর থেকে বাস ও মিনিবাসের ভাড়ার আর কোনও তালিকা প্রকাশ করেনি রাজ্য। ফলে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, সেই ভাড়াই বহাল থাকবে। প্রতিটি বেসরকারি বাসে সেই তালিকাই রাখতে হবে। সেক্ষেত্রে, ন্যূনতম ভাড়া ৭ টাকা হওয়ার কথা। যা এখন ১০ টাকা। যদিও রাজ্যের তরফে এখনই কিছু জানানো হয়নি।