← রাজ্য বিভাগে ফিরে যান
আজ থেকে তাপপ্রবাহের সতর্কতা, কোন কোন জেলায়, কত দিন?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বেলা বাড়তেই বাতাসে আগুনের হল্কা। তীব্র দহনে হাঁসফাঁস অবস্থা রাজ্যবাসীর। বেশ কিছু জেলয় ৪০ ডিগ্রি তাপমাত্রা ছাড়িয়েছে। কিছু জেলায় তাপপ্রবাহ বজায় থাকবে। আজও বাড়বে তাপমাত্রা। গরম নিয়ে শঙ্কিত আমজনতা।
আজ কলকাতায় সর্বোচ্চ ৩৯ ডিগ্রি ও সর্বনিম্ন ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে। পয়লা বৈশাখেও তীব্র গরমে পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দপ্তর আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করা হয়েছে। আজ ১৩ এপ্রিল কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর, ১৪-১৬ এপ্রিল মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে চলবে তাপপ্রবাহ। উত্তরবঙ্গের মালদহ এবং দুই দিনাজপুর জেলাতেও তাপপ্রবাহের পরিস্থিতির সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।