দেশের ধনীতম মুখ্যমন্ত্রী কে? দরিদ্রতম মুখ্যমন্ত্রী কোন রাজ্য চালান? দেখুন তালিকা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস ও ন্যাশনাল ইলেকশন ওয়াচ দেশের মুখ্যমন্ত্রীদের সম্পত্তির তালিকা প্রকাশ করেছে গতকাল অর্থাৎ বুধবার। নির্বাচন কমিশনে পেশ করা নির্বাচনী হলফনামা অনুযায়ী রিপোর্ট তৈরি করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, গোটা দেশের ৩০ জন মুখ্যমন্ত্রীর ২৯ জনই কোটিপতি। কেবল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সকলেই কোটিপতি। মমতার মোট সম্পত্তির পরিমাণ মাত্র ১৫ লক্ষ টাকা। তিনি দেশের দরিদ্রতম মুখ্যমন্ত্রী।
অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডির মোট সম্পত্তির পরিমাণ ৫১০ কোটি টাকারও বেশি, তিনি দেশের ধনীতম মুখ্যমন্ত্রী। সংস্থা দুটির রিপোর্ট অনুযায়ী, মুখ্যমন্ত্রীদের গড় সম্পত্তির পরিমাণ ৩৩ কোটি ৯৬ লক্ষ টাকা। গত পাঁচ বছরে প্রায় ৩৮৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে তাদের সম্পত্তি। ৩০ জন মুখ্যমন্ত্রীর মধ্যে ১৩ জনের বিরুদ্ধে গুরুতর অপরাধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
সম্পত্তির নিরিখে দ্বিতীয় স্থানে আছেন পেমা খান্ডু। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রীর সম্পত্তির পরিমাণ ১৬৩ কোটি ৫০ লক্ষ। তৃতীয় স্থানে রয়েছেন ওড়িশার নবীন পট্টনায়েক, তাঁর সম্পত্তির পরিমাণ ৬৩ কোটি ৮৭ লক্ষ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সম্পত্তির পরিমাণ প্রায় ১ কোটি ৫৫ লক্ষ টাকা। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরের সম্পত্তির পরিমাণ ২৩ কোটি ৫৫ লক্ষ। ছত্তিশগড়ের ভূপেশ বাঘেলের সম্পত্তির মূল্য ২৩ কোটি ৫ লক্ষ। অসমের হিমন্ত বিশ্বশর্মার কাছে ১৭ কোটি ২৭ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে। মহারাষ্ট্রের একনাথ সিন্ধের সম্পত্তির পরিমাণ ১১ কোটি ৫৬ লক্ষ, তামিলনাড়ুর স্ট্যালিনের সম্পত্তির পরিমাণ ৮ কোটি ৮৮ লক্ষ, রাজস্থানের অশোক গেহলটের সম্পত্তির পরিমাণ ৬ কোটি ৫৩ লক্ষ। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও দিল্লির অরবিন্দ কেজরিওয়াল, দুজনেরই সম্পত্তির সম্পত্তির পরিমাণ তিন কোটি টাকার বেশি।