ব্রিটেনে প্রবাসী বাঙালিদের নববর্ষ উদযাপনে চলবে বিশ্ব বাংলা ব্রান্ডের পণ্যের প্রদর্শনী
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার সরকারের স্বীকৃতি ব্র্যান্ড হল বিশ্ব বাংলা। বাংলার নানান জায়গায় ছড়িয়ে রয়েছে বিশ্ব বাংলার বিপণন কেন্দ্র। ক্ষুদ্র ও মাঝারি শিল্পদ্যোগে তৈরি হস্তশিল্প এবং টেক্সটাইল সামগ্রী বিশ্ব বাংলার বিপণীগুলোতে বিক্রি হয়। এবার দেশের বাইরে বিশ্ব বাংলার প্রথম অংশীদার হল ব্রিটেনের বাঙালি সংগঠন হেরিটেজ বেঙ্গল গ্লোবাল। পয়লা বৈশাখ থেকেই যার পথ চলা আরম্ভ হচ্ছে।
ব্রিটেনে বসবাসকারী প্রবাসী বাঙালির সংখ্যা অসংখ্য। ফলে সেদেশে মহাসমারোহে বাংলা নববর্ষ পালিত হয়। আগামী ২২ এপ্রিল লন্ডনের হ্যারোর সালভাটোরিয়ান কলেজে হেরিটেজ বেঙ্গল গ্লোবালের পক্ষ থেকে বাংলা নববর্ষের উদযাপন হবে। সেখানে এই প্রথম বিশ্ব বাংলা ব্রান্ডের নানান সামগ্রী প্রদর্শিত হবে। যদিও সেখানে কোনও কিছু বিক্রি করা হবে না। হেরিটেজ বেঙ্গল গ্লোবালের প্রতিষ্ঠাতা অনির্বাণ কুমার মুখোপাধ্যায়ের কথায়, এইচবিজি পরিবারে বিশ্ব বাংলাকে স্বাগত জানাতে পেরে তারা গর্বিত।