দেশ বিভাগে ফিরে যান

পুলওয়ামার হামলা কি পরিকল্পিত? বিস্ফোরক জম্মু ও কাশ্মীরের তদানিন্তন রাজ্যপাল

April 16, 2023 | < 1 min read

পুলওয়ামা নিয়ে বিস্ফোরক দাবি করলেন সত্যপাল মালিক। ছবি সৌজন্যে: PTI

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পুলওয়ামা হামলার পর কেটে গিয়েছে চার বছর। কিন্তু আজও অধরা অপরাধীরা। পুলওয়ামা নিয়ে বিস্ফোরক দাবি করলেন, জম্মু ও কাশ্মীরের সে সময়ের রাজ্যপাল সত্যপাল মালিক। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, পুলওয়ামার ৪০ জওয়ানের মৃত্যুর জন্য দায়ী মোদী সরকারই। প্রাক্তন রাজ্যপালের দাবি, পুলওয়ামার হামলার আগে সিআরপিএফ নাকি জওয়ানদের আকাশপথে নিয়ে যাওয়ার আবেদন করেছিল। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রক তাতে আমল দেয়নি। কেবল তাই নয়, প্রাক্তন রাজ্যপালের অভিযোগ, জওয়ানদের যে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই রাস্তার নিরাপত্তাও সঠিকভাবে খতিয়ে দেখা হয়নি। তাঁর সাফ অভিযোগ, দায়িত্বজ্ঞানহীনতার জন্যই এমনটা হয়েছে। সত্যপাল মালিকের আরও দাবি, মোদীই নাকি তাঁকে এই বিষয়ে মুখ না খোলার নির্দেশ দিয়েছিলেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় প্রাণ হারিয়েছিলেন ৪০ জন সেনা জওয়ান। জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এই ঘটনার দায় স্বীকার করেছিল। কিন্তু এই ঘটনা নিয়ে কাশ্মীরের সে সময়ের রাজ্যপালের এহেন মন্তব্য মোদী সরকারকে অস্বস্তিতে ফেলেছে। অন্যদিকে, সত্যপালের মন্তব্যকে হাতিয়ার করে বিরোধীরাও আসরে নেমেছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Satya Pal Malik, #Pulwama Terror Attack

আরো দেখুন