সৃজিতের দশম অবতার, দেবের ব্যোমকেশ নববর্ষে প্রকাশ্যে একগুচ্ছ বাংলা সিনেমার খবর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নববর্ষে ঘোষিত হল একগুচ্ছ ছবির খবর। এসভিএফ জুটি বেঁধেছে জিও স্টুডিওজের সঙ্গে। যৌথ প্রযোজনায় আসতে চলেছে একাধিক ছবি। টলিউডের প্রথম কপ ইউনিভার্স তৈরি করছেন সৃজিত মুখোপাধ্যায়। বাইশে শ্রাবণের প্রবীর রায়চৌধুরী অর্থাৎ প্রসেনজিৎ এবং ভিঞ্চি দা’র ডিসিডিডি বিজয় পোদ্দার অর্থাৎ অনির্বাণকে দেখা যাবে ছবিতে। ছবি নাম দশম অবতার। ছবিতে প্রসেনজিৎ, অনির্বাণের সঙ্গে সঙ্গে যিশু সেনগুপ্ত ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও দেখা যাবে। ২০২৩ সালে পুজোর সময়, অক্টোবরে মুক্তি পাবে ছবিটি।
সুমন ঘোষের পরিচালনায় তৈরি হচ্ছে কাবুলিওয়ালা। মিঠুন চক্রবর্তী থাকছেন ছবিতে। এসভিএফ ও জিও স্টুডিওজের ব্যানারে নতুন ছবি তৈরি করবেন রাজ চক্রবর্তীও। ২০২৪ সালে তা মুক্তি পাবে।শেকসপিয়ারের ওথেলো অবলম্বনে অর্ণ মুখোপাধ্যায় তৈরি করছেন অথৈ। ছবির ক্রিয়েটিভ ডিরেক্টর অনির্বাণ ভট্টাচার্য। ২০২৪ সালে মুক্তি পাবে ছবিটি। ২০২৩ সালের আগস্টে মুক্তি পাবে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত বগলা মামা যুগ যুগ জিও।
এছাড়াও পুজোতে মিতিন মাসি হয়ে কামব্যাক করছেন কোয়েল মল্লিক। ছবির নাম ‘জঙ্গলে মিতিন মাসি’। পয়লা বৈশাখের দিন ছবির ফার্স্টলুক প্রকাশ পেয়েছে। সুচিত্রা ভট্টাচার্যের লেখা সারান্ডায় শয়তান থেকেই তৈরি হচ্ছে ছবি। নববর্ষে সোশ্যাল মিডিয়ায় প্রধান ছবির প্রথম ঝলক পোস্ট করেছেন দেব। ছবিটির নাম ছাড়া কিছুই খোলসা করেননি অভিনেতা। ছবিটি আগামী বড়দিনে মুক্তি পাচ্ছে। এছাড়াও ব্যোমকেশ রূপে দেবের ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে। ছবির নাম ব্যোমকেশ ও দুর্গ রহস্য। পরিচালনা করছেন বিরসা দাশগুপ্ত।