উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

আরও সহজ পাহাড়যাত্রা, শিলিগুড়ি থেকে চার্টার্ড বাস পরিষেবা চালু করল NBSTC

April 16, 2023 | < 1 min read

শিলিগুড়ি থেকে চার্টার্ড বাস পরিষেবা চালু করল NBSTC । ছবি: প্রতীকী

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার আরও সহজ পাহাড় যাত্রা। পর্যটকদের দুর্ভোগ লাঘব করতে শিলিগুড়ি থেকে দার্জিলিং চার্টার্ড বাস পরিষেবা চালু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। বাংলা নববর্ষের প্রথম দিনে এই বাস পরিষেবার উদ্বোধন হল। শিলিগুড়ি থেকে দার্জিলিংসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রগামী বেসরকারি গণপরিবহণ মাধ্যমগুলির বিরুদ্ধে মাত্রাতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ অনেক দিনের। এই ভাড়ার জুলুমবাজির কবলে পড়েন পর্যটকরা। মনে করা হচ্ছে, পর্যটকদের হয়রানি দূর করতেই নয়া পরিষেবা চালু হল। জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে পাঁচটি বাস নিয়ে পরিষেবা চালু হয়েছে। এরপরে আরও বাস নামানো হবে বলে খবর। প্রাথমিকভাবে সাতটি পর্যটন কেন্দ্রকে বেছে নেওয়া হয়েছে। প্রতিটি বাসে ২০টি আসন থাকছে। প্রতিটি সিট বুক হলেই এই বাস ছাড়বে। বাসের ভাড়া রাখা হয়েছে ৮০০০ টাকা। উল্টো দিকে, দার্জিলিং থেকে শিলিগুড়ি ফিরে আসার ক্ষেত্রেও এই পরিষেবা থাকছে।

মনে করা হচ্ছে, এই উদ্যোগ উত্তরবঙ্গের পর্যটনে নতুন দিশা দেখাবে। পর্যটকদের হয়রানি কমার সঙ্গে সঙ্গে, তারা স্বস্তিতে গন্তব্যে পৌঁছতে পারবেন। পর্যটকদের জন্য সুন্দর করে বাসগুলি সাজিয়ে তোলা হয়েছে। মিউজিক সিস্টেম, পানীয় জলের ব্যবস্থা রাখা হচ্ছে। এনবিএসটিসির চেয়ারম্যানের কথায়, পর্যটকদের এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়ার এমন পরিষেবা আগে ছিল না। পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখেই তারা ড্রপ সিস্টেমে বাস পরিষেবা চালু করলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#bus, #NBSTC, #Siliguri to Darjeeling, #Chartered bus service

আরো দেখুন