রাজ্য বিভাগে ফিরে যান

আরও চড়বে পারদ, তাপপ্রবাহের চূড়ান্ত সতর্কতা জানাল হাওয়া অফিস

April 16, 2023 | < 1 min read

ছবি সৌজন্যে: Getty Images

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৪২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রী সেলসিয়াস। আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আগামী ১৯ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে্র জেলা গুলিতেও তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর থেকে জানা গিয়েছে, ঝাড়খন্ড থেকে তামিলনাডু পর্যন্ত অক্ষরেখা রয়েছে। এর প্রভাবে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। সেই কারণেই আচমকাই শনিবার শুকনো গরমের মধ্যেই আর্দ্রতা বেড়ে গিয়েছিল।

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather, #Weather forecast, #Weather Update

আরো দেখুন