পেটপুজো বিভাগে ফিরে যান

রমজানের সন্ধ্যায় কলকাতার কোথায় সেরা দম বিরিয়ানি খাবেন?

April 16, 2023 | < 1 min read

রমজানের সন্ধ্যায় কলকাতার কোথায় সেরা দম বিরিয়ানি খাবেন?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপর রমজান শেষ আসবে পবিত্র ঈদ। সারাদিন রোজা রাখার পর সন্ধ্যায় দম বিরিয়ানি খেতে চান? তাহলে চলে যেতে হবে করিম’স-এ। রমজান স্প্যেশাল দম টেংরি বিরিয়ানি পাবেন সেখানে। সুগন্ধি বাসমতি চাল, মোগলাই ঘরানার নানান মশলা আর মুরগির লেগ পিস, এই দিয়েই তৈরি দম বিরিয়ানি। সঙ্গে নিতে পারেন মটন কাবাব। তবে করিম’স-এর একটা আইকনিক কম্বিনেশন রয়েছে, হালিম, তাওয়া পোলাও আর সঙ্গে কাতাকাত। বিভিন্ন মশলা দিয়ে মাংস রাঁধা হয়। এছাড়াও এখানকার চিকেন তন্দুরী আর পেশয়ারি টিক্কা ট্রাই করতে পারেন।

ঠিকানা: ৫৫ বি মির্জা গালিব স্ট্রিট, তালতলা, কলকাতা-১৬

গুগল ম্যাপ লিঙ্ক:

TwitterFacebookWhatsAppEmailShare

#Biriyani, #Ramzan, #food lovers, #tasty food, #Kareem's, #Dum Biryani, #Dum Biriyani, #Mughlai dishes, #Food, #Kolkata

আরো দেখুন