← দেশ বিভাগে ফিরে যান
সাইবেরিয়ার মাত্রিয়োস্কা পর ভারতের বিটিং হার্ট, আবিষ্কৃত হল হীরের মধ্যে হীরে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গুজরাতের সুরাতের এক সংস্থা একটি বিরল হীরে আবিষ্কার করেছে। গত অক্টোবরে খনি থেকে ০.৩২৯ ক্যারটের একটি হীরে আবিষ্কার করেছিল ভিডি গ্লোবাল নামক ওই সংস্থা। সুরাত এবং মুম্বইসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে সংস্থাটির ব্যবসা। একেবারে প্রথমে হীরেটি পরিষ্কার না হওয়ায়, বিষয়টি বোঝা যায়নি। পরিষ্কার করা মাত্রই অভাবনীয় এক জিনিস নজরে পড়ে।
প্রথম আবিষ্কারের সময় হীরেটির নাম রাখা হয়েছিল, বিটিং হার্ট। কোম্পানির চেয়ারম্যান বল্লভ ভাগলাসিয়া বলেন, পরিষ্কার করার সময় হীরেটির ভিতরে আরও একটি ছোট হীরের দেখা মেলে। এমন দৃশ্য তারা আগে কখনও দেখেননি। উল্লেখ্য, এমনটা প্রথম নয়। দ্য জেম অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রোমোশন কাউন্সিল জানিয়েছে, ২০১৯ সালে সাইবেরিয়ায় এই একই ধরনের হীরে আবিষ্কার হয়েছিল। যার নাম রাখা হয়েছিল মাত্রিয়োস্কা।