দেশ বিভাগে ফিরে যান

ধৌলাগিরি, এভারেস্টের পর অন্নপূর্ণা জয় ‘পাহাড় কন্যা’ পিয়ালীর

April 18, 2023 | < 1 min read

অন্নপূর্ণা জয় ‘পাহাড় কন্যা’ পিয়ালীর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এভারেস্ট জয়ী পর্বতারোহী পিয়ালীর মুকুটে যুক্ত হল আরও এক পালক। ধৌলাগিরি, এভারেস্টের পর এবার অন্নপূর্ণা শৃঙ্গ জয় করলেন চন্দননগরের পিয়ালী বসাক। ৮ হাজার ৯১ মিটার উচ্চতার দূর্গম শৃঙ্গে আরোহণ করে সোমবার সকাল ৮টা ৫০ মিনিটে পৃথিবীর দশম উচ্চতম শৃঙ্গ জয় করেন পিয়ালী।‌‌

অন্নপূর্ণা ও মাকালু পর্বত শৃঙ্গ জয় করার সংকল্পে গত ৯ মার্চ চন্দননগরের কাঁটা পুকুরের বাড়ি থেকে বেরিয়েছিলেন পিয়ালী। উল্লেখ্য, ২০১৮ সালে পৃথিবীর অষ্টম উচ্চতম শৃঙ্গ মানাসুলু জয় করেছিলেন তিনি। ২০২১ সালে জয় করেন সপ্তম উচ্চতম শৃঙ্গ ধৌলাগিরি। ২০১৯ সালে এভারেস্টের কাছাকাছি গিয়েও আবহাওয়া প্রতিকূল হওয়ার কারণে খুব কাছাকাছি গিয়েও ফিরে এসেছিলেন পিয়ালী। ২০২২ সালের ২২ মে কৃত্রিম অক্সিজেনের কোনও রকম সাহায্য ছাড়াই পৃথিবীর সর্বোচ্চ শিখরে ওঠেন পিয়ালী। একইসঙ্গে দুদিনের মধ্যেই পৃথিবীর চতুর্থ উচ্চতম শৃঙ্গ লোৎসে জয় করেন। এবার আরও এক শৃঙ্গ জয় করলেন তিনি। এবারেও পিয়ালী কৃত্রিম অক্সিজেনের সাহায্য ছাড়াই চেষ্টা করেছিলেন। যদিও খারাপ আবহাওয়ার জন্য তা সম্ভব হয়নি। পরে কৃত্রিম অক্সিজেনের সাহায্য নিয়ে অন্নপূর্ণা শৃঙ্গ জয় করেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#mountain girl, #annapurna mountain, #chandannagore, #Piyali Basak, #Mountaineer

আরো দেখুন