আড্ডা টাইমস-এর ফেলুদায় ‘ব্যর্থ’ পরমব্রত কতটা সফল হবে ‘সাবাশ ফেলুদা’-য়?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ‘পাহাড় চান পাহাড়, অর্কিড চান অর্কিড—রোদ চান, মেঘ চান, বৃষ্টি চান, মিস্ট চান—সব পাবেন। তিস্তা, রঙ্গিত—নদীগুলোর কোনো তুলনা নেই। তবে গন্ডগোল হলো রাস্তা নিয়ে…,’ কথাগুলো শশধরবাবুর। ফেলুদা ভক্তরা এর মধ্যে বুঝে গেছেন লাইনগুলো ‘গ্যাংটকে গণ্ডগোল’-এর শুরুর দিকে বলেছিলেন শশধরবাবু। ভক্তদের এ–ও জানা যে শশধরবাবুর বলা ‘গন্ডগোল কেবল রাস্তা নিয়ে’ কথাটা শেষ পর্যন্ত ঠিক হয়নি। কারণ, পরে ‘গন্ডগোল’ হয়েছিল আরও অনেক কিছু নিয়েই। ‘গ্যাংটকে গণ্ডগোল’ নিয়ে এত কথার হেতু সত্যজিৎ রায়ের লেখা বহুল পঠিত বইটি নিয়ে প্রথমবারের মতো তৈরি হয়েছে ওয়েব সিরিজ ‘সাবাশ ফেলুদা’।
ওটিটিতে মুক্তি পেয়েছে ‘সাবাশ ফেলুদা’ সিরিজের টিজার। ফেলুদার চরিত্রে রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তোপসের ভূমিকায় ঋতব্রত মুখোপাধ্যায়। রয়েছেন ঋত্বিক চক্রবর্তী,রুদ্রনীল ঘোষ, সৌরসেনী মৈত্র-সহ একঝাঁক টলিতারকা। সিরিজটি পরিচালনা করেছেন অরিন্দম শীল।
বাঙালিদের কাছে সত্যজিতের সৃষ্ট ফেলুদা এখনো যে কতটা জনপ্রিয়, সেটা গত কয়েক বছরের বক্স অফিস রেকর্ড ও ওটিটির ভিউয়ারশিপের তথ্য ঘাঁটলেই বোঝা যাবে। ফেলুদাকে নিয়ে চলচ্চিত্র, টিভিতে আগে থেকেই প্রচুর কাজ হয়েছে, তবে কয়েক বছর ধরে প্রেক্ষাগৃহ ও ওটিটিতে যে ‘ফেলুদা–মিছিল’ তৈরি হয়েছে, সেটা অভূতপূর্ব। ফেলুদাকে নিয়ে সাম্প্রতিক কাজগুলোর বেশির ভাগই সমালোচকদের পছন্দ হয়নি। বাঙালি দর্শক অবশ্য তা থোড়াই কেয়ার করেন!
‘পাহাড় চান পাহাড়, অর্কিড চান অর্কিড—রোদ চান, মেঘ চান, বৃষ্টি চান, মিস্ট চান—সব পাবেন। তিস্তা, রঙ্গিত—নদীগুলোর কোনো তুলনা নেই। তবে গন্ডগোল হলো রাস্তা নিয়ে…,’ কথাগুলো শশধরবাবুর। ফেলুদা ভক্তরা এর মধ্যে বুঝে গেছেন লাইনগুলো ‘গ্যাংটকে গণ্ডগোল’-এর শুরুর দিকে বলেছিলেন শশধরবাবু। ভক্তদের এ–ও জানা যে শশধরবাবুর বলা ‘গন্ডগোল কেবল রাস্তা নিয়ে’ কথাটা শেষ পর্যন্ত ঠিক হয়নি। কারণ, পরে ‘গন্ডগোল’ হয়েছিল আরও অনেক কিছু নিয়েই। ‘গ্যাংটকে গণ্ডগোল’ নিয়ে এত কথার হেতু সত্যজিৎ রায়ের লেখা বহুল পঠিত বইটি নিয়ে প্রথমবারের মতো তৈরি হচ্ছে ওয়েব সিরিজ ‘সাবাশ ফেলুদা’।
সমালোচকদের পাত্তা নিয়ে ফেলুদাকে নিয়ে সব কটি কাজই সুপারহিট, তা গুণগত মান যা–ই হোক। যার সর্বশেষ উদাহরণ ‘হত্যাপুরী’। সন্দীপ রায়ের সিনেমাটিতে ফেলুদা চরিত্রে ইন্দ্রনীল, জটায়ুর ভূমিকায় অভিজিৎ বা তোপসের চরিত্রে আয়ুষকে অনেক দর্শক পছন্দ করেননি, সন্দীপ রায়ের সিনেমা নির্মাণের ধরন আগে থেকেই সমালোচকদের কাছে প্রশ্নবিদ্ধ, তারপরও মন্দার বাজারে দুর্দান্ত ব্যবসা করেছে ‘হত্যাপুরী’।
এ ছাড়া গত কয়েক বছরে ফেলুদাকে নিয়ে ওয়েব সিরিজ বানিয়েছেন সৃজিত মুখার্জি। তাঁর করা ফেলুদার দুই কিস্তি হিট হওয়ার পর তৃতীয়টির কাজে ব্যস্ত তিনি। এর মধ্যেই গত বছর জানা যায় নতুন খবর—আড্ডা টাইমস, হইচইয়ের পর আরেক ওটিটি প্ল্যাটফর্ম Zee5 -ও ফেলুদা সিরিজ নিয়ে আসছে। পরিচালক অরিন্দম শীল।
গোয়েন্দা সিনেমা তৈরিতে অরিন্দম শীলের সুনাম আছে। হালে সমালোচিত হলেও তাঁর নির্মাণে শুরুর দিকের ‘ব্যোমকেশ’ ও ‘শবর’ সিরিজের সিনেমাগুলো প্রশংসার সঙ্গে বক্স অফিসেও হিট হয়েছিল। অরিন্দমের সিরিজে ফেলুদার ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। এর আগে ফেলুদা হিসেবে দেখা গিয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, আবির চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্তকে। সেই তালিকায় এবার পরমব্রতর নাম যুক্ত হল। এক সময় তোপসে হিসেবে অভিনয় করেছিলেন অভিনেতা। এবার বাঙালি দর্শকদের জন্য নিজের হাতে তুলে নিয়েছেন চারমিনার। যা নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। কারণ, গত কয়েক বছর সবেচেয়ে সমালোচিত ফেলুদা এসেছে তাঁর কাছ থেকেই। আগে আড্ডা টাইমসে প্রচারিত তাঁর পরিচালিত ও অভিনীত ফেলুদা সিরিজ একেবারেই মানতে পারেননি অনেক দর্শক। তাঁদের অভিযোগ ছিল, ফেলুদাকে চলতি সময়ে হাজির করতে গিয়ে পরিচালক গল্পের সৌন্দর্যটাই নষ্ট করে দিয়েছেন।
পরমের ফেলুদা নিয়ে সমালোচনা হলেও দর্শকের আশার জায়গা ছিল গল্প ও পরিচালক। একে তো গোয়েন্দা সিনেমা তৈরিতে অরিন্দমের সুনাম আছে, সঙ্গে ফেলুদার অনেক গল্প, উপন্যাসের চলচ্চিত্রায়ণ হলেও ‘গ্যাংটকে গণ্ডগোল’ নিয়ে আগে কাজ হয়নি। মাঝে সন্দীপ রায় একবার উদ্যোগী হলেও সেটি আলোর মুখ দেখেনি।
অরিন্দমের সিরিজে ফেলুদার চরিত্রে পরমব্রত আর তোপসে চরিত্রে দেখা যাবে ঋতব্রত মুখোপাধ্যায়কে। এ ছাড়া আছেন রুদ্রনীল ঘোষ, ঋত্বিক চক্রবর্তী, রজতাভ দত্তর মতো অভিনেতা।