গোটা রাজ্য যখন পুড়ছে দাবদাহে, তখন স্বস্তির খবর শোনালো হাওয়া অফিস
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রাজ্যের তাপমাত্রা থাকবে ৪০ থেকে ৪১ ডিগ্রির মধ্যে। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি।
গোটা রাজ্য যখন দাবদাহে পুড়ছে, গরমের জন্য যখন রাতে ঘুম আসছে না সাধারণ মানুষের ঠিক তখনই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। যদিও বৃষ্টি হলে যে তাপমাত্রা বা গরম কমবে তেমন কিছুই বলা যাচ্ছে না।
দক্ষিণবঙ্গের কলকাতা সহ চার জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী ২০ এবং ২১ এপ্রিল পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস। এই সপ্তাহেই বৃষ্টি হবে উত্তরবঙ্গের ৫ জেলায় – কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে আরও ৪ দিন তাপপ্রবাহ থাকবে। তারা আরও জানিয়েছে আগামী শনিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া বদল হবে।
হাওয়া অফিস জানিয়েছে দক্ষিণবঙ্গের ৮ জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গের এক জেলায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি বেশি। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদায়।