পুড়ছে বঙ্গ! কীভাবে ঠান্ডা রাখবেন ঘর রইল পাঁচ দাওয়াই
April 19, 2023 | 2min read
গরমে ঘর ঠান্ডা রাখুন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দাবদাহে পুড়ছে বাংলা! গরম কমার নাম নেই, দিনের পর দিন বেড়েই চলেছে। দিনের বেলায় বাইরে বেরোনো কার্যত অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। ঘরের ভিতরেও সমান গরম, টেকা দায়। যাদের এসি নেই, তাদের অবস্থা আরও মারাত্মক।
কীভাবে ঘর ঠান্ডা রাখবেন? রইল পাঁচ নিদান
ঘরের দরজা খুলে রাখুন, ছবি সৌজন্যে- shutterstock
ঘরের দরজা বন্ধ রাখবেন না। দরজা খুলে রাখুন। ঘরের ভিতরের গুমোট ভাব কেটে যাবে।
বারবার ঘরের মেঝে মুছুন, ছবি সৌজন্যে-The Spruce / Taylor Nebrija
বারবার ঘরের মেঝে মুছুন। এতে ঘর ঠান্ডা থাকবে।
জানালা দরজায় মোটা পর্দা লাগান, ছবি সৌজন্যে-istockphoto/Simotion
জানালা দরজায় মোটা পর্দা লাগান। এতে বাইরের তাপ সহজে ঘরে প্রবেশ করতে পারবে না।
দিনের বেলায় ঘরের জানলা বন্ধ রাখুন, ছবি সৌজন্যে-istockphoto/hrabar
দিনের বেলায় ঘরের জানলা বন্ধ রাখুন। তবে রাতের বেলা তা খুলে দিন।
গরমে ঘরে বেশি পাওয়ারের লাইট না জ্বালানোই ভাল, ছবি সৌজন্যে-Shutterstock/nEwyyy
গরমে ঘরে বেশি পাওয়ারের লাইট না জ্বালানোই ভাল।
বাড়ির চারপাশে গাছ লাগান, ছবি সৌজন্যে-gardenersworld