← জীবনশৈলী বিভাগে ফিরে যান
পুড়ছে বঙ্গ! কীভাবে ঠান্ডা রাখবেন ঘর রইল পাঁচ দাওয়াই
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দাবদাহে পুড়ছে বাংলা! গরম কমার নাম নেই, দিনের পর দিন বেড়েই চলেছে। দিনের বেলায় বাইরে বেরোনো কার্যত অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। ঘরের ভিতরেও সমান গরম, টেকা দায়। যাদের এসি নেই, তাদের অবস্থা আরও মারাত্মক।
কীভাবে ঘর ঠান্ডা রাখবেন? রইল পাঁচ নিদান
ঘরের দরজা বন্ধ রাখবেন না। দরজা খুলে রাখুন। ঘরের ভিতরের গুমোট ভাব কেটে যাবে।
বারবার ঘরের মেঝে মুছুন। এতে ঘর ঠান্ডা থাকবে।
জানালা দরজায় মোটা পর্দা লাগান। এতে বাইরের তাপ সহজে ঘরে প্রবেশ করতে পারবে না।
দিনের বেলায় ঘরের জানলা বন্ধ রাখুন। তবে রাতের বেলা তা খুলে দিন।
গরমে ঘরে বেশি পাওয়ারের লাইট না জ্বালানোই ভাল।
এছাড়াও বাড়ির চারপাশে গাছ লাগান। ইন্ডোর প্লান্ট লাগাতে পারেন। এতে পরিবেশ অনেকটাই ঠান্ডা থাকবে।