রাজ্য বিভাগে ফিরে যান

বঙ্গে দহনজ্বালা কমিয়ে কবে নামবে স্বস্তির বৃষ্টি, জানাল আবহাওয়া দপ্তর

April 19, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তীব্র দহনে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। একটু বৃষ্টির জন্য চাতক পাখির মতো প্রহর গুনছেন আমজনতা। এর মাঝে সুখবর শোনাল আলিপুর হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানাচ্ছে অক্ষয় তৃতীয়ার আগের দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রাজ্যে ২২ এপ্রিলের পর থেকে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়াতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

আগামী ২০ থেকে ২২ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কুচবিহার জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলির কোনও কোনও অঞ্চলে মেঘলা বা আংশিক মেঘলা আকাশ এবং দু-এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে মালদা ও উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহ চলবে

TwitterFacebookWhatsAppEmailShare

#Weather forecast, #Rain, #Weather Update, #West Bengal

আরো দেখুন