তরমুজেরও রঙ বদল! দক্ষিণ ২৪ পরগনায় শুরু হল হলুদ তরমুজের চাষ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চিরাচরিত রঙের বদলে হরেক রঙের সবজি ও ফল চাষের জোয়ার এসেছে বঙ্গে।
লাল তরমুজের বদলে দক্ষিণ ২৪ পরগনায় এই প্রথম শুরু হল হলুদ তরমুজের চাষ। তরমুজের ভিতরের অংশ অর্থাৎ শাঁস সম্পূর্ণ হলুদ। কৃষিদপ্তরের আতমা প্রকল্পের সহায়তায় নামখানা ও ডায়মন্ডহারবার-২ ব্লকে কয়েকজন কৃষক হলুদ তরমুজের চাষ শুরু করেছেন। মালচিং পদ্ধতিতে চাষ করা হচ্ছে। জেলার কৃষিবিভাগের কর্তারা ভাল ফলনের আশা করছেন।
বীজ রোপণ করার পর, মাটির আর্দ্রতা ধরে রাখার জন্য গোল করে সেই অংশ বাদে; বাকি জায়গা পলিথিন দিয়ে ঢেকে দেওয়া হয়, একে মালচিং পদ্ধতি। এক্ষেত্রে নিয়মিত জল না দিলেও চলে। ফলে কৃষকদের খরচ কমে। আতমা প্রকল্পের আওতায়, কৃষকদের বীজ কিনে দেওয়া হয়েছে। প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
জানা গিয়েছে, চলতি বছরের মার্চের শেষদিকে বীজ লাগানো হয়েছিল। ইতিমধ্যেই কিছু কিছু গাছে ফল ধরেছে। সেগুলি আকারেও বেশ বড়। কিছুদিন পরই ফল পেকে যাবে। কৃষকরা বলছেন, গতানুগতিক চাষে তাদের আয় কমছিল। আয় বাড়াতেই, কৃষি আধিকারিকদের পরামর্শ মেনে তারা হলুদ তরমুজ চাষ করছেন, বলেই জানাচ্ছেন কৃষকরা।