আগামীকাল থেকেই বঙ্গে হাওয়া বদল? ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ৩৩ ডিগ্রি ও সর্বোচ্চ ৪২ ডিগ্রি। তারা আরও জানিয়েছে শুক্রবার থেকে রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা আছে। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।
দাবদাহের কারণে যে গরম ও অস্বস্তি হচ্ছে সেটার থেকে কিছুটা রেহাই পেতে পারে রাজ্যবাসী বৃষ্টি হওয়ার ফলে।
শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার এবং রবিবার উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
শনিবার থেকে সোমবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৩ ডিগ্রি কমতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় শিলাবৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি আজ রাজ্যের ৮ জেলা- ঝাড়গ্রাম, বীরভূম এবং মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে তীব্র তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে।