আজ জুমাতুল বিদা, জেনে নিন চাঁদ দেখে ঈদ পালনের রীতির কারণ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মনে করা হচ্ছে, আগামী ২২ এপ্রিল ঈদ উদযাপিত হতে পারে। যদিও চাঁদ দেখার উপরই ঈদের দিনক্ষণ নির্ভর। ফলে শেষ মুহূর্তে পরিবর্তন ঘটতেই পারে। ঈদ উল-ফিতর, আরবি শব্দ যার অর্থ, উৎসব, আনন্দ, খুশি। ঈদ শব্দটি এসেছে আউদ থেকে। যার অর্থ এমন এক উৎসব, যা বারবার ফিরে ফিরে আসে, পুনরায় অনুষ্ঠিত হয়। ‘ফিতর’ শব্দের অর্থ– ভেঙে দেওয়া। রমজান মাসজুড়ে দীর্ঘ এক মাস রোজা রাখার পর, যে খুশির উৎসব পালন করা হয়, তাই ঈদ-উল-ফিতর। গোটা রমজান মাসজুড়ে রোজা উপবাস পালন করে, মানুষ তাঁর ভেতরের সব রকম নেতিবাচকতাকে নির্মূল করে। যে রোজা পালন করে, তাঁর জীবনে ফুটে ওঠে সংযম, সত্যনিষ্ঠা, সদভাবনা ও সদিচ্ছার ছবি। ঈদ হল সৌহার্দ্য, সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে সবাইকে আবদ্ধ করার উৎসব।
ইতিহাস বলে, ইসলামের নবী হজরত মহম্মদ স্বয়ং এই উৎসবের সূচনা করেছিলেন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত একমাস রোজা পালনের পরে আসে পবিত্র উৎসব ঈদ। শাওয়াল মাসে এই দিনটি পালন করেন মুসলিমরা। মানুষ যা কিছু পেয়েছে, তার জন্য এই দিন সে আল্লাকে কৃতজ্ঞতা জানায়। কোরান অনুসারে, পুণ্যার্থীদের ঈদের নমাজের আগে জাকাত উল-ফিতর দিতে হয়। সূর্যাস্তের পর রাতে পবিত্র চাঁদ দর্শনের পরে ঈদ শুরু হয়। চাঁদ দেখা মাত্র পাড়া-মহল্লার মসজিদ থেকে ঘোষিত হয় ‘ঈদ মোবারক’। রমজান মাসের ২৯তম দিনের পর আকাশে পবিত্র চাঁদের দেখা মিললে, তার পরের দিন ঈদ পালিত হয়।